শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

২৭ কেজি ওজন ঝড়িয়ে চমকে দিলেন মেগান ট্রেইনর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওজন কমিয়ে সবাইকে চমকে দিয়েছেন তরুণ প্রজন্মের প্রিয় সংগীতশিল্পী মেগান ট্রেইনর। সোমবার (২২শে ডিসেম্বর) ৩২ বছরে পা রাখেন গ্র্যামিজয়ী এই গায়িকা। পরিবর্তনের ফলে প্রথম দেখায় তাকে অনেকেই চিনতেও পারেননি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেগান জানান, তিনি মোট ৬০ পাউন্ড বা ২৭ কেজি ওজন কমিয়েছেন। তার এই স্বাস্থ্যযাত্রা শুরু হয়েছিল যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে। সে সময় তিনি অনুভব করেছিলেন, ‘যদি আমি সারা জীবন ট্যুর করতে চাই এবং আমার সন্তানদের বড় করতে চাই, তাহলে আমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আমি শক্তিশালী হতে চাই।’

ওজন কমানোর পর সমালোচনার মুখেও পড়তে হয় মেগানকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ওজন কমানোর জন্য অনেকেই নেতিবাচক মন্তব্য করেছে। প্রথমবারের মতো আমি নিজেকে নিয়ে মুগ্ধ ছিলাম, কিন্তু হঠাৎ এত সমালোচনা পেয়ে হতবাক হয়ে গিয়েছিলাম।’

এই নেতিবাচকতার মোকাবেলা তিনি করেছেন গান এবং থেরাপির মাধ্যমে। নতুন গান ‘স্টুপিড ডোন্ট কেয়ার’-এ নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।দ্বিতীয় সন্তানের জন্মের পর মেগান এবং তার স্বামী ড্যারিল সাবারা স্বাস্থ্য ও ফিটনেসকে প্রাধান্য দিতে শুরু করেন। চিকিৎসকের পরামর্শে তারা একটি ওজন নিয়ন্ত্রণের ওষুধ ব্যবহার করেছেন। 

মেগান বলেন, ‘আমরা চাই পেশিকে শক্তিশালী রাখতে। আমরা অনেক পরিশ্রম করেছি, তাই এটা ঠিক রাখতে হবে।’

বর্তমানে তিনি সপ্তাহে তিনবার জিমে ব্যায়াম করছেন এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখেছেন। এ ছাড়া হজমের সমস্যা এড়াতে তিনি তার প্রিয় কফি পানও বাদ দিয়েছেন।

মেগান তার ফিটনেস যাত্রা সম্পর্কে জানিয়েছেন, ‘আমি এখন সত্যিই চমৎকার বোধ করি। নিজেকে ভালোবাসতে শিখেছি, আর এটা বলা নিয়ে কোনো লজ্জা নেই।’

বলা দরকার, ২০১৮ সালে মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ট্রেইনর। তাদের দুই সন্তান—রিলি (৪) ও ব্যারি (২)। স্বামী ও সন্তানদের নিয়ে সুখেই সংসার করছেন মার্কিন এই সংগীত তারকা।

জে.এস/

সংগীতশিল্পী মেগান ট্রেইনর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250