সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: (ফাইলছবি) সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মঙ্গলবার (১৬ই এপ্রিল) সন্ধ্যায় পালিয়ে এসেছেন মিয়ানমারের আরও ৪৬ জন সেনা ও বিজিপি সদস্য। সন্ধ্যায় তারা বাংলাদেশে ঢুকেছেন বলে সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিজিপি-সেনাবাহিনীর আরও ৪৬ জন সদস্যের পালিয়ে আসার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার রিজিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে ৭ জন, চাকঢালা সীমান্ত দিয়ে ৫ জন ও গয়ালমারা সীমান্ত দিয়ে ৩৪ জন পালিয়ে আসেন। 

আরো পড়ুন: মেডিকেল কলেজ নির্মাণে বঙ্গবন্ধুর মুখচ্ছবি ফুটিয়ে তুলতে চান বগুড়ার মিঠু

এর আগে দুপুরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ১১ জন ও উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনা ও বিজিপির ২ জন সদস্য দেশে প্রবেশ করেন বলে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফুল ইসলাম জানিয়েছেন।

এদিকে রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে টেকনাফ (২) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ির জামছড়ি ও চাকঢালা সীমান্ত এলাকার লোকজন গণমাধ্যমকে বলেন, দুপুরে এক দফা সীমান্তের ওপার থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর সন্ধ্যায় সেনা ও বিজিপির এসব সদস্য ঢুকে পড়েন। ওই এলাকার সীমান্তচৌকির বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে জড়ো করেন।

এইচআ/ আই.কে.জে/


মিয়ানমার আশ্রয় সেনা-বিজিপি সদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন