রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘দেশের নারীরা স্বতঃস্ফূর্তভাবে আইন পেশার সঙ্গে সংযুক্ত হচ্ছেন’ *** সৌদি তরুণী জারার ‘হালাল র‍্যাপ’ সংগীত নেট দুনিয়ায় জনপ্রিয় *** নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি *** ড. ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছেন, এ দাবি ভুয়া: প্রেস উইং *** সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে *** সিইসির সঙ্গে বৈঠক করছে এনসিপি *** বিএনপি ‘সিরিয়াসলি’ সংস্কারে সহযোগিতা করছে: সালাহউদ্দিন আহমেদ *** জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে বিএনপি *** হান্টিংটনের মাঠে মেসির আজকের ম্যাচে দর্শকের রেকর্ড *** আমেরিকার সঙ্গে বৈঠকের পর ইরান বলল, ‘ভালো বোঝাপড়া’ হয়েছে

শাহরুখ-সালমানদের নামাজ-রোজা পালনের বিষয়ে যা জানালেন ফারাহ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

নামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলমান চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলমান ও ভালো মানুষ দাবি করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম রেডিফের লাইভ চ্যাটে ভক্ত–অনুরাগীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফারাহ। এ সময় তিনি শাহরুখ খান, সালমান খানসহ বলিউডের অন্য মুসলমান তারকাদের ধর্মীয় বিশ্বাস ও চর্চা নিয়েও কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রেডিফের অনুষ্ঠানে ফারাহ খানকে তার এক ভক্ত প্রশ্ন করেন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন কী না। পাশাপাশি ইসলামি বিধান অনুযায়ী দিনে পাঁচবার নামাজ পড়া ও রোজা রাখার মতো বিষয়গুলো মেনে চলেন কী না।

উত্তরে ফারাহ খান বলেন, ‘আমি নামাজ পড়ি না। কিন্তু রমজানে রোজা রাখি এবং আমার আয়ের ৫ শতাংশ আমি দান করি, যাকে ইসলামে জাকাত বলা হয়। আমি সৎ থাকা ও  মানুষের সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করি। সর্বোচ্চ পরিশ্রম করি। আর আমি মনে করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও এসবের কোনো কিছু না করার চেয়ে এটা ভালো।’

এ সময় ওই ভক্ত তার কাছে শাহরুখ খান, সালমান খান, তাবাসসুম ফাতিমা হাশমি টাবুসহ বলিউডের অন্য মুসলিম তারকাদের ধর্মীয় জীবন নিয়ে জানতে চান। উত্তরে ফারাহ বলেন, ‘শাহরুখ খুবই ভালো মানুষ। তিনিও প্রচুর দান করেন। এ ছাড়া ইন্ডাস্ট্রির ভেতর–বাইরের প্রচুর মানুষকে তিনি যে কোনো দরকারে সাধ্য মতো সাহায্য করেন। টাবু আমার খুব ভালো বন্ধু। তার ব্যাপারে বলতে পারি, সে নিয়মিত নামাজ পড়ে এবং সেও খুব ভালো মানুষ। আর সালমানের ব্যাপারে আমি খুব ভালো জানি না। তবে, এটুকু বলতে পারি, যখনই কারও কোনো প্রয়োজন হয়, তিনি সাহায্যের জন্য প্রস্তুত থাকেন। আমি মনে করি, মানুষ জীবনচর্চায় কতটা ধার্মিক, তার চেয়ে এ গুণগুলো থাকা বেশি জরুরি।’

এইচ.এস/


বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন