শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

খতনার সময় আয়হামের মৃত্যু, ২ চিকিৎসকের জামিন না মঞ্জুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুন্নতে খতনা করতে গিয়ে মারা যাওয়া শিশু আহনাফ তাহমিন আয়হামের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জে এস হাসপাতালের দুই চিকিৎসকের জামিন না মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলাবার (২৭শে ফেব্রুয়ারি) আদালত এই দুই চিকিৎসকের জামিন না মঞ্জুর করেন। বাদী পক্ষের আইনজীবী এএমএম খাইরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।

গেল ২০শে ফেব্রুয়ারি খতনা করার সময় রাজধানীর মালিবাগে জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে জেনারেল অ্যানেস্থেসিয়া প্রয়োগের কারণে আয়হামের মৃত্যুর অভিযোগ উঠে। শিশু আহনাফ তাহমিন আয়হাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন। পরিপ্রেক্ষিতে ওই ডায়াগনস্টিক সেন্টারের দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সেন্টারটি বন্ধ করে দেয়া হয়। গ্রেপ্তাররা হলেন- ডা. এস এম মুক্তাদির ও ডা. মাহবুব।

প্রসঙ্গত, মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) রাতে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে আহনাফের বাবা-মা তাকে খতনার জন্য হাসপাতালে ভর্তি করেন। অস্ত্রোপচারের জন্য রাত ৮টার দিকে আহনাফকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। ঘণ্টাখানেক পর খবর আসে আহনাফ মারা গেছে।

এসময় আহনাফের বাবা ফখরুল আলম বলেন, আমরা চিকিৎসককে বলেছিলাম যেন ফুল অ্যানেস্থেসিয়া না দেওয়া হয়। তারপরও আমার ছেলের শরীরে সেটি পুশ করেন ডা. মুক্তাদির। আমি তাদের পা পর্যন্ত ধরেছি। বলেছি, কিছু একটা ব্যবস্থা করেন। তারা বলে ঠিক হয়ে যাবে, এই যে দেখেন নিশ্বাস নিচ্ছে। কিন্তু এর আগেই ডেট।

আরও পড়ুন: খতনার সময় শিশুর মৃত্যু: চিকিৎসকদের রিমান্ড চায় পুলিশ

তিনি বলেন, আমার সন্তানকে অ্যানেস্থেসিয়া দিয়ে হত্যা করা হয়েছে। এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষ সবারই। আমি তাদের কঠোর শাস্তি চাই।

এর আগে গত ৮ই জানুয়ারি ঢাকার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ফুল অ্যানেসথেসিয়া নিয়ে খতনা করার পর আয়ান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়।

আয়ানের বাবা মো. শামীম আহমেদ অভিযোগ করেন, ৩১শে ডিসেম্বর থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসাজনিত অবহেলায় তার ছেলের মৃত্যু হয়েছে।

এসকে/ 

চিকিৎসক শিশু আয়হামের মৃত্যু

খবরটি শেয়ার করুন