প্রতীকী ছবি (সংগৃহীত)
অফিসে রিলস বানানোর অভিযোগে আট কর্মচারীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মীদের রিলস ভাইরাল হওয়ার পর বুধবার (৩ই জুলাই) তাদের এ নোটিশ দেয়া হয়।
ঘটনাটি ঘটেছে ভারতে কেরালা রাজ্যের পাথানামথিট্টা জেলায়। বৃহস্পতিবার (৪ই জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, জেলার থিরুভাল্লা পৌরসভা সচিব তার অফিসের আট কর্মচারীকে শোকজ নোটিশ দিয়েছেন। কেননা, সামাজিক যোগযোগমাধ্যমে অফিসে বানানো তাদের একটি রিলস ভাইরাল হয়ে যায়।
আরো পড়ুন : প্রবল বৃষ্টিতে রাস্তায় কুমির!
ভাইরাল হওয়া রিলসে কর্মচারীদের অফিসের ভেতরে গান গাইতে ও নাচতে দেখা যাচ্ছে।
জানা যায়, ওই কর্মচারীরা অফিসেই রিলসের স্ক্রিপ্ট করেন; তারপর নেচেগেয়ে ভিডিও ধারণ করেন।
রিলসটি দ্রুত ভাইরাল হয়ে যাওয়ায় পৌরসভার সচিবের নজরে আসে। আর তিনি অবিলম্বে ওই আট কর্মচারীকে শোকজ নোটিশ দেন এবং তাদের তিন দিনের মধ্যে কারণ ব্যাখা করতে বলেন।
এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানান, ঘটনার কথা জেনে তিনি তার দায়িত্ব পালন করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই কর্মচারীরা ভেবেছিলেন, যেহেতু রিলস বানানো ক্ষতিকর কাজ না, তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।
নোটিশ পাওয়ার পর তারা বলেন, ‘রিলসটি এমন সময়ে বানানো হয়েছে, যখন অফিসে কোনো কাজ ছিল না। এমনকি যারা কোনো প্রয়োজনে বা কোনো কাজে অফিসে এসেছিল তাদেরও কোনো সমস্য হয়নি।’
সূত্র : এনডিটিভি
এস/ আই.কে.জে