বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

তারকাদের ব্যবহৃত জিনিস সযত্নে যুগ যুগ ধরে রেখে দেওয়ার ট্রেন্ড নতুন নয়। অনেকের কাছে এটা একপ্রকার নেশার মতো। ঠিক তেমনই যদি প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কোনো একটি জিনিস হঠাৎ হাতে আসে, তবে সেটা সযত্নে রাখার ইচ্ছা কি আর চেপে রাখা যায়? এবার ‘কিং অব পপ’-এর পুরোনো মোজা ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে। তথ্যসূত্র ইন্ডিয়ান একপ্রেসের।

গত বুধবার (৩০শে জুলাই) ফ্রান্সে একটি অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের একটি মোজা নিলামে তোলা হয়েছিল। মনে করা হয়, ফ্রান্সে অনুষ্ঠিত একটি কনসার্টে জ্যাকসন এটি পরেছিলেন। সূত্রের খবর, অনেক দিন ধরেই এই চকচকে মোজায় খানিক হলুদ ভাব দেখা যাচ্ছিল। তাই খুব বেশি নষ্ট হওয়ার আগেই নিলামের সিদ্ধান্ত। নিলামকারীরা আশা করেছিলেন, হয়তো এটি তিন থেকে চার হাজার ডলারের মধ্যে বিক্রি হবে। অনুরাগীদের ভালোবাসায় এটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। মোজাটি প্রায় ৮ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে খবর।

মাইকেল জ্যাকসন ১৯৯৭ সালে তার বিখ্যাত ট্যুরে সাদা স্পোর্টস মোজা পরেছিলেন, যাতে ছিল ঝিকিমিকি রাইনস্টোন। সেই মোজাটিই নিলামে উঠেছিল।

নিলামদাতা অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ১৯৯৭ সালের জুলাইয়ে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট শেষে জ্যাকসনের ড্রেসিংরুমের পাশে পড়ে থাকা মোজাটি এক টেকনিশিয়ান খুঁজে পান। বহু বছর পর, সেখান থেকেই এটি সংগৃহীত হয়ে পৌঁছায় নিলামে।

ফ্রান্সের আন্তর্জালভিত্তিক নিলাম সাইট ইনটাররেনচিয়াসডটকম জানায়, একসময় ঝকঝকে থাকা সেই মোজার গায়ে এখন দাগ পড়েছে, রাইনস্টোনগুলোর ঔজ্জ্বল্য ম্লান।

এর আগেও মাইকেল জ্যাকসনের ব্যবহার করা কিছু স্মারক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। ২০২৩ সালে প্যারিসে এক নিলামে জ্যাকসনের পরে থাকা একটি টুপি বিক্রি হয় ৮০ হাজার ডলারের বেশি দামে। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়।

মাইকেল জ্যাকসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250