শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

যে কারণে সার্বিয়া ছাড়ার কথা ভাবছেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ নিজ দেশে রাজনৈতিক চাপে পড়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানানোয় তার প্রতি অসন্তুষ্ট সার্বিয়া সরকার, যার জেরে সরকার–ঘেঁষা সংবাদমাধ্যম তাকে ‘দেশবিরোধী’ আখ্যাও দিয়েছে। পরিস্থিতি জোকোভিচের জন্য এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী এখন সার্বিয়া ছাড়ার কথা ভাবছেন।

জার্মান সংবাদমাধ্যম ‘এনজেডজেড’–এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও গ্রিসের সংবাদমাধ্যম গ্রিক সিটি টাইমস এ খবর দিয়েছে।  

গত নভেম্বরে রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকে সার্বিয়ায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচের প্রশাসনের বিরুদ্ধে এই আন্দোলনে উল্লেখযোগ্যসংখ্যক অংশগ্রহণকারী শিক্ষার্থী। এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা জানান জোকোভিচ। এরপরই সরকারি ঘরানার গণমাধ্যমগুলো ‘দেশবিরোধী’ বলে তার সমালোচনা করতে শুরু করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় সমালোচনার ধার আরও তীব্র হয়েছে। সার্বিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পরিবার নিয়ে দেশ ছাড়ার কথা ভাবছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। গন্তব্য হতে পারে গ্রিস। সরকারেরও তাকে আটকানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এর আগে আন্দোলনের শুরু থেকেই তরুণদের পাশে ছিলেন জোকোভিচ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আমি তরুণদের শক্তিতে বিশ্বাস করি। তাদের কণ্ঠস্বরই আমাদের ভবিষ্যৎ গড়বে। তারা আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি এবং তাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত।’

নোভাক জোকোভিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন