বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলে কখন থেকে কার্যকর হবে—প্রশ্ন প্রধান বিচারপতির *** শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’ *** ২৮ তারিখ নয়, রাকসুর ভোট গ্রহণ ২৫শে সেপ্টেম্বর *** গাজা যুদ্ধের কভারেজ নিয়ে ক্ষুব্ধ সাংবাদিক ঘোষণা দিয়ে রয়টার্স ছাড়লেন *** ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ *** জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন *** পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত ‘র’–এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা *** বেসরকারি খাতে যাচ্ছে নগদ, এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি: গভর্নর *** নেপালের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ *** চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে তিন উপদেষ্টার নির্দেশ

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফেড গভর্নর কুক মুখোমুখি, দ্বন্দ্ব গড়াচ্ছে আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ডোনাল্ড ট্রাম্প ও লিসা কুক। ছবি: সংগৃহীত

বরখাস্ত করার উদ্যোগের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন আমেরিকার ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকার সময় মঙ্গলবার (২৬শে আগস্ট) কুকের আইনজীবী ওয়াশিংটনের খ্যাতনামা অ্যাটর্নি আবে লওয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, শুধু একটি রেফারেল চিঠির ভিত্তিতে কুককে বরখাস্তের প্রচেষ্টা বেআইনি। তিনি বলেন, ‘আমরা এই বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে মামলা করব।’

গত (২৫শে আগস্ট) সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিসা কুককে বরখাস্তের ঘোষণা দেওয়ার এক দিন পর এই বিবৃতি এল। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ২০২১ সালে মর্টগেজ নেওয়ার সময় কুক প্রতারণা ও সম্ভাব্য অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। আমেরিকার ১১১ বছরের ফেডারেল রিজার্ভ বোর্ডের ইতিহাসে কোনো গভর্নরের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ এবারই প্রথম। আইন অনুযায়ী ফেডারেল রিজার্ভ স্বাধীন। স্বাধীন এই প্রতিষ্ঠানের ট্রাম্পের এমন সরাসরি হস্তক্ষেপে ক্ষুব্ধ অনেকেই।

চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই সরকারের বিভিন্ন সংস্থাকে সরাসরি নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন ট্রাম্প এবং বেশির ভাগ ক্ষেত্রেই তিনি সফল। তারই ধারাবাহিকতা হিসেবে এটিকে দেখতে চাইছেন অনেকে। হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি কয়েক লাখ সরকারি কর্মচারীকে ছাঁটাই করেছেন, একাধিক সংস্থা বিলুপ্ত করেছেন এবং কংগ্রেস অনুমোদিত কয়েক বিলিয়ন ডলারের ব্যয় আটকে দিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের এমন লোক দরকার, যারা শতভাগ সৎ, আর মনে হচ্ছে তিনি তা ছিলেন না।’ তিনি জানান, কুকের স্থলাভিষিক্ত করার জন্য তার কাছে বেশ কয়েকজন ‘যোগ্য ব্যক্তি’র নাম রয়েছে। তবে আদালত যদি কুককে তার পদে বহাল রাখার রায় দেন, তাহলে তিনি সেই সিদ্ধান্ত মেনে নেবেন।

হোয়াইট হাউসে প্রথম মেয়াদে থাকাকালে ট্রাম্প ফেডকে সুদের হার কমাতে চাপ দিয়েছিলেন এবং সাম্প্রতিক মাসগুলোতে তিনি সেই প্রচেষ্টা আরও জোরদার করেছেন। ট্রাম্প চেয়েছিলেন সুদের হার অনেকটা কমানো হোক, না হলে ফেড চেয়ারম্যানকে বরখাস্ত করবেন বলে হুমকি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত নেননি।

কুকের প্রস্থানে ট্রাম্প ফেডের সাত সদস্যের বোর্ডে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সুযোগ পাবেন। এতে দুই বর্তমান সদস্যের পাশাপাশি হোয়াইট হাউসের অর্থনীতিবিদ স্টিফেন মিরানের মনোনয়নও অন্তর্ভুক্ত হবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, জানুয়ারিতে যার অস্থায়ী মেয়াদ শেষ হবে সেই মিরানকেই কুকের পদে বিবেচনা করা হতে পারে। আমেরিকান সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, দীর্ঘদিনের ট্রাম্প মিত্র ও সাবেক বিশ্বব্যাংক সভাপতি ডেভিড মালপাসের নামও আলোচনায় এসেছে।

ফেড এক বিবৃতিতে জানিয়েছে, কুকসহ বোর্ডের অন্য সদস্যরা ১৪ বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন এবং সহজে তাদের অপসারণ সম্ভব নয়। এর লক্ষ্য হলো, আর্থিক নীতি যেন কেবল অর্থনৈতিক তথ্য ও ‘আমেরিকার জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থের’ ভিত্তিতেই নির্ধারিত হয়। যদিও ট্রাম্প গত সোমবার বলেছিলেন কুককে ‘অবিলম্বে’ বরখাস্ত করা হবে। তবে, ফেডের বিবৃতি ইঙ্গিত দেয় যে তারা কুককে সরানোর কোনো পরিকল্পনা করছে না।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প লিসা কুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন