বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে টিকে থাকার কৌশল জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্যালেস্টাইনের সাথে শান্তি প্রতিষ্ঠা করেই ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হবে এবং দেশটির ডানপন্থি সরকারের বিশ্বব্যাপী সমর্থন হারানোর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বর্তমান প্রেসিডেন্ট।  

বাইডেন বলেন, প্যালেস্টাইনের সাথে চুক্তি করা হলো ইসরায়েলের শেষ পর্যন্ত টিকে থাকার একমাত্র উপায়। তাদের ইসরায়েলি ও প্যালেস্টাইনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে।

এদিকে গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির ঘোষণা আগামী সপ্তাহেই আসতে পারে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২৬শে ফেব্রুয়ারি) দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন। 

আরো পড়ুন: ‘আগামী সপ্তাহেই গাজায় আসবে যুদ্ধবিরতি’

জো বাইডেন বলেন, আমার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা আমাকে জানিয়েছে যে আমরা গাজায় পরবর্তী একটি যুদ্ধবিরতির বেশ কাছাকাছি রয়েছি। আশা করছি আগামী সোমবারের মধ্যেই (যুদ্ধবিরতির) ঘোষণা আসবে।’


সূত্র:এনবিসি 

এইচআ/

মধ্যপ্রাচ্য প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল-হামাস যুদ্ধ

খবরটি শেয়ার করুন