বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার, নতুন শুল্ক ১৯ শতাংশ *** পাকিস্তানে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম *** বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া *** আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে *** সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙা নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চাইলেন মমতা *** এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত *** শিঙাড়া-জিলাপির জন্য সিগারেটের মতো সতর্কবার্তা দেখাবে ভারত *** নিজেকে মোটা ভাবা এক ধরনের মানসিক রোগ! *** তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার *** নিবন্ধন যাচাইয়ে এনসিপিসহ ১৪৪ দলই ফেল, সুযোগ পাচ্ছে সবাই

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ৬ জেলায় সাংস্কৃতিক উৎসব

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামীকাল ১১ই মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা শনিবার (১০ই মে) ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ঢাকার আয়োজন সাজানো হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে। অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা। এ ছাড়া চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও উপস্থিত থাকবেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানের শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ব্যান্ড ডিফারেন্ট টাচ ও সংগীতশিল্পী সায়ান।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করবে ব্যান্ড ম্যাট্রিক্যাল ও সংগীতশিল্পী আসিফ আকবর। কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী পারভেজ ও মিলা।

বান্দরবানের রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন স্থানীয় ব্যান্ড ও সংগীতশিল্পী নোলক বাবু। রাঙামাটি জেলার রাঙামাটি সরকারি কলেজ মাঠে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জিকু মারমা ও তার দল। আরও গাইবেন রাফি তালুকদার ও সংগীতশিল্পী বিউটি ও তার দল।

খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড অরণ্য, শান্তি দেবনাথ ও তাঁর দল, সংগীতশিল্পী রূপসা ও রাজিব।

এইচ.এস/

বুদ্ধপূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন