ফাইল ছবি
বাজারদর উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় কৃষকদের ক্ষতি থেকে রক্ষা করতে ঘোষিত ৫০ হাজার টন আলু কেনার পরিকল্পনা থেকে কয়েক মাসের প্রতিশ্রুতির পর সরে এসেছে অন্তর্বর্তী সরকার।
নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রায় এক সপ্তাহ আগে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সরকারের সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার পরিকল্পনা বিস্তারিত আলোচনায় আসে।
তিনি বলেন, 'পর্যবেক্ষণে দেখা গেছে, এই পর্যায়ে আলু কেনা কৃষকদের তেমন উপকার করবে না; বরং লাভবান হবে কোল্ড স্টোরেজ মালিক ও মধ্যস্বত্বভোগীরা।'
কর্মকর্তা আরও জানান, সরকার এখন আগামী মৌসুমে কৃষকদের সরাসরি লাভবান করতে প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুযায়ী, আলুর বীজ বপনের মৌসুম অক্টোবর–নভেম্বর এবং সংগ্রহকাল ফেব্রুয়ারি–এপ্রিল।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, বর্তমানে বাজারে আলুর দাম ২০ থেকে ২৫ টাকা প্রতি কেজি। 'এ অবস্থায় সরকার যদি আরও কম দামে আলু বিক্রি করে, তাহলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে,' মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অংশীজনদের সঙ্গে পর্যালোচনায় দেখা গেছে, এখন আর আগের আলু কেনার পরিকল্পনা কার্যকর থাকবে না। 'এই পর্যায়ে তা বাস্তবায়ন করলে বাজারে অস্থিরতা তৈরি হতে পারে—তাই সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে।'
তিনি আরও জানান, সাধারণত কৃষক ও ব্যবসায়ীরা নভেম্বরের মধ্যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের করে থাকেন। তবে ১৮ই নভেম্বর মন্ত্রণালয় নির্দেশনা দেয় যে ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণ করা যাবে, এবং কোল্ড স্টোরেজ মালিকরা তাতে সম্মতি দেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন