শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপের আপত্তি শরিয়া শাসনে! *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন

কারো স্বামী ধোঁকা দিচ্ছে তো কারো বউ ধোঁকা দিচ্ছে: অভিনেত্রী রাহা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী রাহা তানহা নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহা তানহা বিয়ের বিষয়ে কথা বলেছেন। 

তিনি বলেন, অনেক বার বউ সেজেছি। যদিও ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে। আমার আসলে অনেক ব্রাইডাল কাজ করা হয়েছে। যখন আমি বউ সাজি আমাকে নিজের কাছে সুন্দর লাগে। সে সময় আমার মনে হয় আমার বিয়েতে এভাবে সাজবো। 

এ অভিনেত্রী জানান, তিনি যখন আবার অন্য কাজের শুট করতেন। সে সময় চিন্তা করতেন বিয়েতে ঠিক এভাবে সাজবেন। 

রাহা তানহা বলেন, বিয়েতে সাজানোর বিষয়টা পুরোপুরি আমার মেকাপ মেকাপ আর্টিস্টয়ের কাছে ছেড়ে দিবো। তার ইচ্ছেমতো আমাকে সাজিয়ে দিবে। কারণ আমার নিজের পছন্দমতো সাজলে জগা-খিচুড়ি হয়ে যাবে। 

অভিনেত্রীকে ডিভোর্সের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করা হলে তিনি বলেন, একেক জনের সংসারে একেক ধরনের অশান্তি। কারো স্বামী ধোঁকা দিচ্ছে তো অন্যদিকে কারো বউ ধোঁকা দিচ্ছে। কারো বা মনোমালিন্য হয়ে যাচ্ছে। আসলে এই ব্যাপারগুলো যার যার ব্যক্তিগত। একেক জনের ব্যাপারটা একের রকম। এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা অসম্ভব।

উল্লেখ্য, গত বছর ফিল্ম ক্লাব নির্বাচনে চিত্রনায়ক ওমর সানির নেতৃত্বে গঠিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছিলেন তানহা। পাশাপাশি  ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’, ও ‘রূপ’, ছবিতে অভিনয় করেছেন তিনি ।

ওআ/

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250