শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বুবলীকে ‘ছাগল’ বললেন পরীমণি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরীমণি এবার শিক্ষিত ছাগল সম্বোধন করে একটি স্ট্যাটাস দিয়েছেন। ঢালিউড অভিনেত্রী পরীমণি ও শবনম বুবলী পাল্টাপাল্টি পোস্ট দিয়ে যাচ্ছেন সামাজিক মাধ্যমে। কেউ কারও নাম উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে তারা একে অন্যের লক্ষ্যবস্তু। তারই ধারাবাহিকতায় এমন কথা লিখলেন পরীমণি।

নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘হিহিহি একটি শিক্ষিত বকরির (ছাগল) গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখল ভাই!’ 

এরপর লেখেন, ‘পরে কখনও নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিল। আমি শিওর।’

আরো পড়ুন: মুসলিম না হিন্দু, কোন ধর্ম অনুসরণ করেন সারা?

তবে পরীমণি কাকে ইঙ্গিত করেছেন তা উল্লেখ না করলেও নেটাগরিকদের ধারণা বুবলীকেই ‘ছাগল’ বলেছেন নায়িকা। মন্তব্যের ঘরে বিষয়টি প্রকাশ করেছেন তারা। কেননা এর আগে কয়েক দফায় স্ট্যাটাস দিয়েয়েছেন তারা। 

অপু বিশ্বাসকে ছেড়ে পরীমণির সঙ্গে বুবলীর দ্বন্দ্ব শুরু হয়েছে বলে নেটাগরিকদের ধারণা। সন্তান বীরকে নিয়ে বানানো একটি ভিডিও নিয়েই পরীমণির সঙ্গে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হয়েছেন বলে মনে করছেন অনেকে।

এসি/  আই.কে.জে

বুবলী পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250