বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

‘বাংলাদেশকে ভুল পথে চালিত করেছে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর ঘটনায় ক্রীড়াঙ্গনে এখনও আলোচনার ঝড় বইছে। ভারতে খেলতে যাওয়ার বিষয়ে আইসিসির দেওয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি। শেষ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের বদলে স্কটল্যান্ডের নাম ঘোষণা করে আইসিসি।

ভারতের সাবেক ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল আইসিসির কঠোর অবস্থানের প্রশংসা করেছেন। তবে তার দাবি, পাকিস্তানের চাপে পড়ে 'ভুল পথে' পরিচালিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের অনড় অবস্থান থেকে সরে না আসাকে বিসিবির বড় ভুল হিসেবে দেখছেন তিনি।

বার্তা সংস্থা এএনআইকে লাল বলেন, 'আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান তাদের (বাংলাদেশকে) ভুল পথে চালিত করেছে। এতে স্কটল্যান্ডের জন্য বড় সুযোগ তৈরি হলো, তারা অনেক বেশি এক্সপোজার পাবে। বাংলাদেশ একটা বিরাট ভুল করে ফেলেছে।'

এর আগে এই সপ্তাহের শুরুর দিকে মদন লাল অভিযোগ করেছিলেন যে, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে নেওয়ার ইস্যুটিকে কেন্দ্র করে পাকিস্তান বিসিবিকে 'উস্কানি' দিচ্ছে। তার মতে, পাকিস্তানের প্ররোচনাতেই সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার দাবি তোলে বাংলাদেশ।

ইন্ডিয়া টুডেকে লাল বলেন, 'আমি মনে করি এটা বোকামি। কারণ এতে ভারতের কোনো ক্ষতি হবে না। বাংলাদেশই সব হারাবে। বাণিজ্যিক দিক থেকে এত বড় টুর্নামেন্টে না খেলা বাংলাদেশের জন্য বিশাল লোকসান। আমার মনে হয় পাকিস্তান তাদের প্ররোচিত করছে যাতে তারা টুর্নামেন্টে অংশ না নেয়। তারা কেবল ভারতকে নিচে নামাতে চায়।'

ভারতে খেলার ক্ষেত্রে 'নিরাপত্তা ঝুঁকির' কথা তুলে ধরে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ। এমনকি আয়ারল্যান্ডের সঙ্গে ভেন্যু অদলবদল করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে আইসিসির বোর্ড সভায় সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। ভোটাভুটিতে কেবল পাকিস্তান বাংলাদেশের দাবির পক্ষে ভোট দেয়। বাকি সবাই ভোট দিয়েছিলো বিপক্ষে। পরবর্তীতে বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে যাওয়ার বিসিবির চেষ্টাও সফল হয়নি।

মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি এই ঘটনায় পর্দার আড়ালে ঠিক কতটা ভূমিকা রেখেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আইসিসিকে পিসিবির ইমেইল পাঠানো কিংবা বাংলাদেশের পক্ষ নিয়ে টুর্নামেন্ট বর্জনের যে গুঞ্জন উঠেছে, তা নিয়ে একেক সংবাদমাধ্যমে একেক রকম খবর আসছে। বাংলাদেশ বাদ পড়ার পর গতকাল শনিবার (২৪শে জানুয়ারি) মহসিন নাকভি গণমাধ্যমে বলেন, 'বিসিবির প্রতি অন্যায় করা হয়েছে।' পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, এই সিদ্ধান্তের ভার তাদে সরকারের।

পরের দিনই (আজ) অবশ্য বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মদন লাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250