ছবি: সংগৃহীত
তরুণ বাংলাদেশি সংগীতশিল্পী এনজেল নূরের প্রশংসায় ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। অ্যাঞ্জেলের নতুন গান ‘যদি আবার’ নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘কী দারুণ গান!’
বুধবার (২৬শে ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে অ্যাঞ্জেল লিখেছেন, ‘অরিজিৎ সিং আমার গান শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। আমি এখন হয়তো কেঁদে ফেলব।’ তার এই পোস্টের নিচে মন্তব্য করেছেন অনেক ভক্ত ও অনুসারী। অনেকে নূরকে শুভকামনা জানিয়েছেন। অ্যাঞ্জেলের গানটি নিয়ে অরিজিতের ফ্যান গ্রুপেও চলছে নানা আলোচনা। কলকাতার অনেক শ্রোতাও অ্যাঞ্জেলের প্রশংসা করেছেন।
'যদি আবার’ গানটি নূরেই লেখা ও সুর করা।
হা.শা./ আই.কে.জে