বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত *** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি

নতুন ‘জেমস বন্ড’ বানাবেন অস্কার মনোনীত ভিলনোভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ‘জেমস বন্ড’ সিরিজের নিয়ন্ত্রণ ছিল ইয়ন ফিল্মসের হাতে। ‘ডক্টর নো’ থেকে ২০২১ সালে সর্বশেষ ‘নো টাইম টু ডাই’–সহ মোট ২৫টি সিনেমা প্রযোজনা করেছে ইয়ন ফিল্মস। তবে নতুন চুক্তির ফলে জেমস বন্ডের অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে এমজিএম। চলতি বছরের শুরুর দিকে এমন ঘোষণার পর ভক্তরা অপেক্ষায় ছিলেন নতুন ‘জেমস বন্ড’ সিনেমার। এবার জানা গেল, নতুন ‘জেমস বন্ড’ সিনেমা পরিচালনা করবেন প্রখ্যাত কানাডিয়ান পরিচালক দ্যনি ভিলনোভ। খবর বিবিসির।

এক বিবৃতিতে অ্যামাজন এমজিএম স্টুডিওস জানিয়েছে, ‘ডিউন’, ‘অ্যারাইভাল’ আর ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো সিনেমার জন্য পরিচিত এ নির্মাতা এবার ‘০০৭’-এর হাল ধরছেন।

স্টুডিওর প্রকাশিত বিবৃতিতে ভিলনোভ বলেন, ‘আমি আজীবন জেমস বন্ডের ভক্ত। আমার জন্য বন্ড মানে এক পবিত্র ঐতিহ্য। আমি সেই ধারাবাহিকতাকে সম্মান জানাতে চাই এবং সামনে আরও অনেক মিশনের পথ খুলে দিতে চাই।’

এ ঘোষণার মধ্য দিয়ে বন্ড সিরিজের ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনার অবসান হলো। চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রযোজক বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসন দায়িত্ব ছাড়ার পর থেকে ভক্তদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

নতুন সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকছেন ভিলনোভ। তার হাত ধরেই বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে ‘ডিউন’ ফ্র্যাঞ্চাইজি। তবে কে হবেন পরবর্তী বন্ড, সে বিষয়ে এখনো মুখ খোলেনি অ্যামাজন। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর এ নিয়ে চলছে বিস্তর আলোচনা।

এখন সবার মনে একটাই প্রশ্ন—কে হবেন পরবর্তী বন্ড? এ মুহূর্তে আলোচনায় রয়েছেন ব্রিটিশ অভিনেতা অ্যারন টেইলর-জনসন ও জেমস নর্টন। আইরিশ অভিনেতা পল মেসক্যালকেও অনেকে বিবেচনায় নিচ্ছেন।

নতুন ‘০০৭’ হবেন এমন কেউ, যিনি পরবর্তী এক দশক ধরে চরিত্রটি ধারণ করতে পারবেন, যিনি উচ্চাকাঙ্ক্ষী ও ক্ষুধার্ত। তাকে ব্র্যান্ড প্রচার, ভিডিও গেম, এমনকি সম্ভাব্য টিভি স্পিন-অফেও অংশ নিতে হতে পারে। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হওয়া—মোটেও সহজ নয়।

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন