রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

সেপ্টেম্বরে আসছে ‘নন্দিনী’ ও ‘বাড়ির নাম শাহানা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

‘নন্দিনী’ সিনেমায় নাজিরা মৌ ও ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

ঈদ ছাড়া এখন সিনেমা মুক্তি দেওয়ার সাহস করেন না নির্মাতারা। তাই ঈদ ছাড়া বছরের বাকি সময়টা বন্ধ থাকে বেশির ভাগ হল। আর চালু থাকা হলগুলোর ভরসা পুরোনো সিনেমা। গত কোরবানির ঈদ উপলক্ষে ৭ই জুন মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। পরের তিন মাসে আলোর মুখ দেখেছে মাত্র চারটি সিনেমা।

এর মধ্যে সবশেষ ৮ই আগস্ট প্রেক্ষাগৃহে আসা ‘জলরঙ’ আগেই মুক্তি পেয়েছিল ওটিটিতে। তবে আগামী সেপ্টেম্বরে বেশ কয়েকটি সিনেমা মুক্তির আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে ১২ই সেপ্টেম্বর ‘নন্দিনী’ ও ১৯শে সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’।

২০১৯ সালের শেষ দিকে শুরু হয়েছিল নন্দিনী সিনেমার শুটিং। মাঝে করোনা মহামারির কারণে বন্ধ ছিল কাজ। নানা জটিলতা পেরিয়ে দুই বছর আগে ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৎকালীন সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় সিনেমাটি। গত বছর আগস্টে মুক্তির ঘোষণাও এসেছিল।

তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় তা স্থগিত করা হয়। অবশেষে আলোর মুখ দেখছে নন্দিনী। আগামী ১২ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। বিষয়টি  নিশ্চিত করেছেন নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল।

পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে নন্দিনী। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঢাকার নাজিরা মৌ। নিয়তির যুদ্ধে হার না-মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে গড়ে উঠেছে নন্দিনীর কাহিনি।

সেই নারীর চরিত্রে দেখা যাবে নাজিরা মৌকে। আর ইন্দ্রনীল অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে। আরও আছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর প্রমুখ।

নির্মাতা জানান, আজ (২৫শে আগস্ট) সিনেমার ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। সোয়াইবুর রহমান রাসেল বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। একজন নির্মাতার জন্য এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে। সিনেমাটি দেখে মনে হবে না এটি আগের নির্মাণ। আশা করছি দর্শকের ভালো লাগবে।

একজন নারীর জীবন-সংগ্রামের গল্প নিয়ে লিসা গাজী বানিয়েছেন বাড়ির নাম শাহানা। গত কয়েক বছরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। প্রদর্শিত হয়েছে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে।

এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পালা। নির্মাতা লিসা গাজী জানান, আগামী ১৯শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। তিনি আরও জানান আগামী ১২ই অক্টোবর অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে বাড়ির নাম শাহানা।

বাড়ির নাম শাহানার মুক্তির খবর জানিয়ে ফেসবুকে লিসা গাজী লেখেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বাড়ির নাম শাহানা দর্শকদের সামনে আনার সুযোগ পেয়ে আমি আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ। এই সিনেমার গল্প বাস্তব ঘটনার প্রতিচ্ছবি, যেখানে ভালো ও মন্দের সরল সংজ্ঞার বাইরে গিয়ে আমাদের অতি চেনা জগতের একজন সাধারণ নারীর গল্প বলেছি! এটি মন বিষণ্ণ করে দেওয়া সিনেমা না, বরং জীবনের জয়গানে মুখর। আমাদের একমাত্র চাওয়া, দর্শকেরা সপরিবার ও সবান্ধব এসে সিনেমাটি দেখুন। তাদের রায় শোনার জন্য আমরা অধীর আগ্রহে দিন গুনছি।

বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীকে ঘিরে সিনেমার গল্প। তার নাম দীপা। কোনোভাবেই সে চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল পরিবারে বড় হলেও সমাজের কূপমণ্ডূকতা অস্বীকার করে নিজের মতো করে বাঁচতে চায় দীপা।

দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।

জে.এস/

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250