সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

জীবনে অনেক টাকা কামিয়েছি : ইন্ডিয়ান আইডলে জানালেন কুমার শানু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জাতীয় স্তরে গানের অন্যতম বড় ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ চলছে জোরকদমে। সপ্তাহান্তে হাজির ছিলেন কিংবদন্তি অভিনেতা রাজ বব্বর। সঙ্গে এসেছিলেন গায়িকা-অভিনেত্রী সালমা আঘা। এদিন প্রতিযোগীরা রাজের সিনেমার গান গেয়ে ট্রিবিউট দেন রাজ বব্বরকে। সঙ্গে অবশ্য জিতে নেন শো-এর দুই বিচারক কুমার শানু ও শ্রেয়া ঘোষাল। তবে রাজস্থানের পীযূষ কুমারের গাওয়া গান ছাপিয়ে গেল সকলকে। 

তিনি 'প্রেম গীত' এবং 'আপ তো অ্যায়সে না থে' সিনেমা থেকে 'হোটো সে ছুলো তুম' এবং 'তু ইস তারাহ সে মেরি জিন্দেগি' গান দুটি গান। পীযূষ কুমারের গায়িকির তারিফ করে রাজ ব্বরের গলাতে উঠে এল ভূয়সী প্রশংসা। জগজিৎ সিং-এর প্রসঙ্গও টেনে আনলেন বর্ষীয়ান অভিনেতা। 

‘অসাধারণ। এই দুই গান দিয়ে আমি স্মৃতির পথে অনেকটা পিছনে হাঁটলাম। এই গান দুটোই খুব শক্ত। আর তুমি খুব সুন্দর করে তা গেয়েছ। 'হোটো সে ছুলো তুম' গানটা শুনে আমার জগজিৎ সিং-এর কথা। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে জগজিৎ সিং আমার প্রথম প্লে ব্যাক গানটি গেয়েছে আমার সঙ্গে। শুধু হিন্দিতে নয়, পঞ্জাবিতেও, লং দ্য লাস্কারা-তে।’

আরো পড়ুন: অনুপম কেমন আছেন, জানালেন নিজের গানে

এই প্রসঙ্গে কুমার শানু বলে ওঠেন, ‘প্রথম মুম্বইতে এসে এই গানগুলো গেয়ে আমি অনেক অর্থ উপার্জন করেছি। আমি এই গানগুলো বিভিন্ন অনুষ্ঠানে, হোটেলে গাইতাম। শ্রোতারাও খুব ভালোবাসত হোটো সে ছুলো তুম শুনতে। তোমার গাওয়া এই গানগুলো আমাকে নস্টালজিক করে দিয়েছে। 

‘জগজিৎ সিং-ই হল এমন মানুষ যে আমাকে অবিষ্কার করেছিল, বলিউডে পথ চলার সুযোগ করে দিয়েছিল। স্মিতা পাটিল আর শত্রুঘ্ন সিনহার মুক্তি না পাওয়া সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন তিনি আমাকে। গাড়ি চালিয়ে তিনি আমাকে তারদেও রেকর্ডিং স্টুডিওতে। সেখান থেকে ক্যাসেট নিয়ে তুলে দেন কল্যাণজি ভাইয়ের হাতে। পরে কল্যাণজি আমাকে সুযোগ দিয়েছিলেন।

শুধু তাই নয়, এরপর রাজ বব্বরের অনুরোধে 'হোটো সে ছুলো তুম' গেয়ে শোনান কুমার শানু। সোনিতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডল। 

এসি/ আই.কে.জে/



কুমার শানু ইন্ডিয়ান আইডল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250