শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধবিরোধী মিছিলে অংশ নিলেই দুপুরের খাবার পাচ্ছেন শ্রমিকরা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপি জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে নগরীর যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে অবস্থানে করছে পুলিশ। তবে অবরোধে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল যাত্রীশূন্য। যাত্রী না থাকায় দূরপাল্লার বাস চলাচলও বন্ধ। ফলে অলস সময় কাটছে চালক, শ্রমিক ও কাউন্টার ম্যানেজারদের। মিলছে না মজুরিও। ফলে অনেক শ্রমিকই এক বেলা খেয়ে দিন কাটাচ্ছেন।

অসহায় শ্রমিকদের জন্য দুপুরে বিশেষ খাবারের আয়োজন করেছে মহাখালী বাস টার্মিনাল মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তবে এ খাবার পেতে শ্রমিকদের অংশ নিতে হয়েছে অবরোধবিরোধী বিক্ষোভ মিছিলে। বুধবার (১৫ নভেম্বর) মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমন তথ্য জানা গেছে।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে টার্মিনাল ভবনের পেছনের অংশে পূর্বদিকে খাবার রান্না করতে দেখা যায়। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রান্না করা খাবার সাতটি বড় ডেকে রাখা হয়েছে। খিচুড়ি, ডিম ভুনার সঙ্গে রয়েছে সবজি। 

খাবার রান্না করছেন শ্রমিক ঐক্য পরিষদেরই কয়েকজন। তাদের মধ্যে একজন সেলিম মিয়া। তিনি গণমাধ্যমকে  বলেন, ‘সাড়ে ১১টার দিকে অবরোধবিরোধী মিছিল। মিছিলে কার কাউন্টার থেকে কতজন অংশ নিলেন, সেই হিসাব রাখা হচ্ছে। সেই হিসাব অনুযায়ী খাবার দেওয়া হবে।’

মিছিলে অংশ না নিলে কি খাবার পাবে না? এমন প্রশ্নে তিনি বলেন, ‘নেতারা কইছে মিছিলে আইবো যারা, তাগো খাওয়ামু। যারা আইবো না, তাগো তো খাওয়ানো যাইবো না। ওরা সব বিএনপি-জামায়াত।’

শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, ‘বাসের ট্রিপ বন্ধ। আমাদের আয়ও বন্ধ। দুপুরে খাইতে গেলেও ১০০ টাকা লাগে। নেতারা খাবারের আয়োজন করায় দুপুরে খাওয়ার টাকাটা তো বাঁচবো। অবরোধে এমন আয়োজন করলে তো ভালোই হয়।’

এদিকে, দুপুর ১২টার দিকে বাস টার্মিনালের সামনে থেকে অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন মহাখালী বাস টার্মিনাল মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাদিকুর রহমান হিরু।মিছিলটি নাবিস্কো ঘুরে আবার টার্মিনালের সামনে এসে শেষ হয়। মিছিলে অবরোধবিরোধী বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা।

আরো পড়ুন: পঞ্চম দফার অবরোধের প্রভাব নেই ঢাকায়, যান চলাচল স্বাভাবিক

এসি/ আই.কে.জে/



শ্রমিক অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল

খবরটি শেয়ার করুন