শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র সরকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

হাউস ও সিনেট উভয় কক্ষই স্বল্পমেয়াদী স্টপগ্যাপ তহবিল চুক্তিতে সম্মত হওয়ায় একদম শেষ মুহূর্তে ফেডারেল শাটডাউন এড়াল মার্কিন সরকার। সিনেটে নয়টির বিপরীতে ৮৮ ভোটে অনুমোদিত হয়েছে বিলটি। খবর বিবিসি।

গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) হাউস অব স্পিকার কেভিন ম্যাকার্থি ৪৫ দিনের এই তহবিল বিলের প্রস্তাব দেন। পরে তা কংগ্রেসের উভয় কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ও সিনেটে পাস হয়।

বিবিসি জানায়, এক দশকের মধ্যে চতুর্থ শাটডাউনের শঙ্কায় পড়েছিল যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদ ও সিনেট কেন্দ্রীয় সরকারকে অর্থায়নে সংক্ষিপ্ত সময়ের তহবিল জোগানোর বিলে সম্মত হয়।

আরো পড়ুন : এক দশকের মধ্যে চতুর্থ শাটডাউন দেখতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে স্পিকার কেভিন ম্যাককার্থি ভোটাভুটির ক্ষেত্রে রিপাবলিকান পার্টির কট্টরপন্থি আইনপ্রণেতাদের মতামতকে অগ্রাহ্য করেন। আগামী ১৭ নভেম্বর নাগাদ কেন্দ্রীয় সরকার পরিচালনার অর্থ জোগাতে নিম্নকক্ষে ৩৩৫-৯১ ভোটে বিল পাস হয়। এতে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের ভোট বেশি ছিল। কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেটে বিলটি ৮৮-৯ ভোটে পাস হয়। সেই বিলকে আইনে পরিণত করতে নির্ধারিত সময়সীমা গত শনিবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটের আগেই প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হয়।

অবশেষে বাইডেনের স্বাক্ষরের পর সব শঙ্কার অবসান হয়। শাটডাউন হলে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা ৪০ লাখ কর্মীর বেতন-ভাতা বন্ধ হয়ে যেত। শাটডাউনে বন্ধ হয়ে যেতে জাতীয় পার্ক থেকে আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের মতো অনেক দপ্তরের সেবা। সম্ভাব্য শাটডাউনের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা কোন কোন সেবা বন্ধ হবে এবং কোনগুলো চালু থাকবে, তার তালিকাও করে রেখেছিল।

এসকে/ 


যুক্তরাষ্ট্র সরকার শাটডাউন সিনেট কংগ্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন