রবিবার, ৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসি হাবিব

দেশে পুরোপুরি ভোটের পরিবেশ আছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:) বলেছেন, নির্বাচন কমিশনারদের মধ্যে সমন্বয় অবশ্যই আছে।দেশে ভোটের পরিবেশও আছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর)  নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। 

ভোটের পরিবেশ অনুকূল নয়, এটা সিইসি অন্য কমিশনারদের সঙ্গে আলোচনা করে বলেছেন বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার, এটা কি সমন্বয়ের প্রকাশ? এমন প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন, একজন সম্মানিত নির্বাচন কমিশনার উনার কথা বলেছেন। আমার কথা হচ্ছে তিনি সম্মানিত একজন ব্যক্তি। সমন্বয়হীনতা নেই।

ভোটের পরিবেশ আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, থাকবে না কেন। অবশ্যই আছে। ভোটের পরিবেশ থাকবে না কেন, আমি বুঝতে পারছি না।

তিনি বলেন, সিইসি ধারণা পত্রে বলেছেন, প্রত্যাশিত পরিবেশ অনুকূলে নেই। অতীতে কখনো কী সেটা ছিল। উনি প্রত্যাশিত বলেছেন। কখনো কী শতভাগ  অতীতে ছিল? একজন কমিশনার বলেছে অবশ্যই উনি যুক্তিসঙ্গত বলেছেন। আমি আমারটা বলছি, প্রত্যাশিত পরিবেশের কথা বলা হয়েছে। এ রকম প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু বলা হতো। ধারণাপত্রে কোনো অসত্য কথা বলা নেই।

এর আগে, গত রোববার নির্বাচন কমিশনার আনিছুর রহমান এক গণমাধ্যমকে বলেন, ‘ধারণাপত্রটি সিইসি নিজেই লিখেছেন এবং এতে তার ব্যক্তিগত মত প্রতিফলিত হয়েছে। বিষয়টি সম্পর্কে আমার কোনো মতামত নেওয়া হয়নি। অথচ আমি নির্বাচন কমিশনের একজন সদস্য। নির্বাচন কমিশনার মো. আলমগীরেরও মতামত নেওয়া হয়নি। কমিশনে এটি নিয়ে আলোচনাও হয়নি। আমরা গণমাধ্যম থেকে বিষয়টি জেনেছি। ওই ধারণাপত্রে যা বলা হয়েছে, তা সিইসির ব্যক্তিগত মতামত। নির্বাচন কমিশনের বক্তব্য নয়।’

বিষয়টি নিয়ে আজকে এক কমিশনার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমার মতে, ভোটের পরিবেশ ভালো আছে। আমি কোনো সমস্যা দেখি না। মানুষ জানতে চায় কবে ভোট হবে। বিগত যেসব ভোট করলাম কোথাও কোন মারামারি ছিল না। সিইসি যে ধারণাপত্র দিয়েছে তা আমি দেখিনি। এটা আপনাদের পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। আগের যে সংলাপ ছিল সেই ধারণাপত্র দেখেছি। কিন্তু সদ্য পত্রিকায় প্রকাশিত ধারণাপত্র দেখি নাই। সিইসি সম্পাদকের কাছে দিয়ে যেটা ছাপিয়েছে ঐটা দেখিনি। এটা যেহেতু দেখিনি সুতারং জানি না। এই ব্যপারে কোন মিটিং হয়নি। মিটিং হলে তো আমি জানতাম। আমি তো ভোটের কোন খারাপ পরিবেশ দেখছি না। আমরা অনেক ভোট করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পত্রিকায় দেখেছি কমিশনার ধারণাপত্রে উল্লেখ করেছেন। চারজন নির্বাচন কমিশনার কিছু জানে না এটাও পত্রিকা উল্লেখ করেছে। চারজন জানে না কি সেটা আমিও জানি না। তবে এই বিষয়ে আমি কোন অফিসিয়াল কমেন্ট দেবো না। এই বিষয়ে ইসি সচিব কথা বলবেন।

গত বুধবার গণমাধ্যম ব্যক্তিত্বদের নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত চিঠিতে আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে ‘গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক এক কর্মশালায় অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। ওই চিঠির সঙ্গে কর্মশালায় আলোচনার জন্য দুই পৃষ্ঠার যে ধারণাপত্র পাঠানো হয়, তাতে বর্তমান নির্বাচন পরিস্থিতি, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, সীমাবদ্ধতা, গণতন্ত্র বিপন্ন হওয়ার ঝুঁকি, এসব বিষয় উল্লেখ করা হয়।

ওআ/


নির্বাচন

খবরটি শেয়ার করুন