শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই

অভিনেতার বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী ও শাশুড়ি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

বামে প্রাক্তন স্ত্রী রাজশী ও ডানে অভিনেতা আশিসের প্রাক্তন শাশুড়ি শকুন্তলা। ছবি: সংগৃহীত

প্রেমে পড়ার নেই কোনো বয়স। এমনটাই প্রমাণ করে ভালোবেসে রূপালি বড়ুয়ার গলায় মালা পরান বর্ষীয়ান বলি অভিনেতা আশিস বিদ্যার্থী। অভিনেতার দ্বিতীয় বিয়ের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী রাজশী বড়ুয়া ও শাশুড়ি শকুন্তলা বড়ুয়া।

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিস ভালোবেসে রূপালিকে বিয়ে করায় অভিনেতার প্রাক্তন স্ত্রী রাজশী বেশ কষ্ট পান। গত সপ্তাহে প্রাক্তন স্বামীর বিয়ের খবর নেটপাড়ায় প্রকাশ পাওয়ার ১৭ ঘণ্টার মাথায় নিজের অনুভূতি দুইবার ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

রাজশী তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লেখেন, যে মানুষ তোমার কাছের, সে কখনও জিজ্ঞেস করবে না, তাদের কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনও কাজ করবে না যাতে তুমি কষ্ট পাও। অবশেষে সব দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে।

এরপর আবার লেখেন, জীবনে শান্তি এবং স্থিতি আসুক। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে সব শুরু করতে হবে। দুটি পোস্টেই রাজশীর জীবনদর্শন আর ক্ষোভ প্রকাশ পেয়েছে এমনটাই মনে করছেন নেটিজেনরা।

আরো পড়ুন: টিভি সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে যা বললেন পর্ন তারকা স্টর্মি

এদিকে আশিসের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে প্রাক্তন শাশুড়ি শকুন্তলা বলেন, আশিস-রাজশী বিচ্ছেদের সময় আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। ওরা দু’জনেই প্রাপ্তবয়স্ক। এ ক্ষেত্রে আমার কিছু বলার নেই। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের পর আশিস বলেছেন, এই বয়সে এসে রূপালিকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত আমি।

এম এইচ ডি/ আই. কে. জে/

অভিনেতা বিয়ে প্রাক্তন স্ত্রী শাশুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250