ছবি-ঋতাভরী
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন। টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ঘোষণা করেন, মা হতে চলেছেন তিনি। অভিনেত্রীর এই পোস্ট দেখামাত্রই শুরু হয় তুমুল গুঞ্জন। কবে বিয়ে করলেন অভিনেত্রী! আবার এখন মা-ও হয়ে গেলেন! এমন খবরে চমকেছিলেন অনেকেই। তবে এবার যা জানা গেল, তা ছিল অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজের প্রোমোশনাল পোস্ট।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস’-এ মুক্তি পেতে যাচ্ছে ঋতাভরীর নতুন ওয়েব সিরিজ ‘নন্দিনী’। যেখানে তাঁকে দেখা যাবে অন্তঃসত্ত্বা স্নিগ্ধার ভূমিকায়। এই সিরিজের প্রচার করতেই চমক দিয়েছেন নায়িকা, তা-ই এবার স্পষ্ট হলো।
তবে অনুরাগীদের সেপ্টেম্বরে ‘এপ্রিল ফুল’ বা বোকা বানাতে পেরে বেজায় মজা পেয়েছেন ঋতাভরী। ‘নন্দিনী’র পোস্টার নিজের ফেসবুক পেজে পোস্ট করে একের পর এক অনুরাগীর মন্তব্যের স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন। ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সেরা! আমার অনুরাগীরা যারপরনাই উল্লাসিত!’
আরো পড়ুন: আবারো বিয়ের সিদ্ধান্ত স্বাগতার, হবু বর কে!
ঋতাভরীর এক অনুরাগীর মন্তব্য, ‘কাল সারা রাত আপনার প্রোফাইল তন্ন তন্ন করে খুঁজলাম স্বামীর নাম জানার জন্য।’ স্বাভাবিকভাবেই তিনি ঋতাভরীর স্বামীর নাম খুঁজে পাননি। আবার ‘ঋতাভরী মা হচ্ছেন না’ এই খবরেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পুরুষ ভক্তরা।
অনুরাগীদের এই ভালোবাসা যেন একই রকম থাকে, আবদার জানিয়ে ঋতাভরী বললেন, ‘এবার থেকে ৯ মাস আমি স্নিগ্ধা হিসেবেই থাকব, ঠিক যেমন ফাটাফাটির আগে ফুল্লরা ছিলাম।’
প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমসে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘নন্দিনী’। পরিচালনা করেছেন ফলক মীর। এতে ঋতাভরী ছাড়াও অভিনয়ে আছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য প্রমুখ।
এসি/ আই. কে. জে/