ছবি: সংগৃহীত
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা বেশ কয়েকটি বৈঠক করেছেন। ইতোমধ্যে তিনি সহিংসতা কবলিত মণিপুরের রাজ্যপাল ও মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন।
মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এন বীরেন সিংয়ের মন্ত্রী পরিষদ এবং রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করেছেন অমিত শাহ। রাজ্যের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে জানাতে পারেন।
আরো পড়ুন: নির্বাচনের দিন ভোটারদের মধ্যে অর্থ বিতরণ এরদোয়ানের
অমিত শাহ আগামী কয়েকদিন সহিংসতা-বিধ্বস্ত মণিপুর রাজ্যে থাকবেন। জাতিগত সহিংসতা রোধের উপায় বের করতে তিনি শীর্ষ সেনা কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রভাবশালী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করতে পারেন।
এর আগে মণিপুরে তিন দিনের সফরে সোমবার পা রাখেন অমিত শাহ। সোমবার রাতেও মণিপুরের বেশ কয়েকটি জেলায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।
এম/
খবরটি শেয়ার করুন