বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

অস্কার দৌড়ে সুমন ফারুক-জয়া আহসানের ছবি ‘ফেরেশতে’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

জয়া আহসান ও সুমন ফারুক অভিনীত ফেরেশতে’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

অভিনয়ের ক্যারিয়ারের দ্বিতীয় ছবিটিই যাচ্ছে অস্কার দৌড়ে। এর চেয়ে একজন অভিনেতা সুখের খবর আর কী হতে পারে!  অভিনেতা ও  প্রযোজক সুমন ফারুকের কথা বলা হচ্ছে। আগামী ২ জুন মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘সুলতানপুর’ চলচ্চিত্রটি। ছবিটি নির্মাণ করেছেন মেধাবী নির্মাতা সৈকত নাসির।

এদিকে এই ছবিটির পরপরই আসছে জয়া আহসান ও সুমন ফারুক অভিনীত ‘ফেরেশতে’ছবিটি। এই ছবি মূলত ইরানি প্রডাকশন। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের নির্মাণ। ছবিটির খবর এরই ভেতরে ইরানি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

ছবিটির খবর দিতে গিয়ে সুমন ফারুক বলেন, আমি বর্তমানে আমার প্রথম চলচ্চিত্র সুলতানপুর নিয়েই ব্যস্ত আছি। এর ভেতরে আমাদের ইরানি ছবিটি নিয়ে বিভিন্ন দেশের আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ পাচ্ছে। একজন নবীন অভিনেতা হিসেবে বিষয়গুলো অবশ্যই আনন্দের ও অনুপ্রেরণার। একই সঙ্গে  আমার ডিরেক্টর অতাশ জমজম জানালেন যে ফেরেশতে ছবিটি এবারের অস্কার মনোনয়নের দৌড়ে অংশ নিতে যাচ্ছে। অভিনয় বা চলচ্চিত্রের সঙ্গে আমার সম্পৃক্ততা ভালো লাগার জায়গা থেকে। সেখানে ফেরেশতে ছবিটি আমার ক্যারিয়ারের প্রাপ্তিযোগ বলে মনে করি।

আরো পড়ুন: ঈদের সিনেমায় আলোচিত বুবলি

অন্যদিকে ‘সুলতানপুর’ ছবির একটি গান প্রকাশ পেলো মাত্র। ছবিটি মুক্তির প্রহর গুনছে। নির্মাতা অতাশ জমজম বলেন, আমার অভিনেতার প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। তাই সুলতানপুর ছবিটির জন্য শুভকামনা। ফেরেশতে ছবিটি একটি ইরানি সিনেমা, তবে গল্পটা বাংলাদেশের। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, যে কোনো ভালো চরিত্রের প্রতিই আমার ভালোবাসা প্রচুর। এই ছবিটি একটা দারুণ গল্পের। প্রথম সিটিংয়ে নির্মাতা যখন জানালেন তখন কো আর্টিস্ট নিয়ে আমার খানিক দ্বিধা ছিল। কিন্তু অভিনয় নিয়ে তার ডেডিকেশনটা আমাকে মুগ্ধ করেছে। তার প্রথম ছবি সুলতানপুরের জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন