দুই দলের শক্তিমত্তার মধ্যে পার্থক্য থাকলেও এবারের বিশ্বকাপে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের লড়াইটি। আফগানরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই এই জায়গায় এসেছে। তাই তাদের ছোট করে দেখার অবকাশ নেই।
মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুই দলের জন্যই আজকের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে। আফগানিস্তানও খুব পিছিয়ে নেই। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের।
অর্থাৎ আজকের ম্যাচটি জিতে গেলে অস্ট্রেলিয়ার সমানই পয়েন্ট হয়ে যাবে আফগানদের। অস্ট্রেলিয়াও এই ম্যাচ হারলে ঝুঁকিতে পড়বে। তাই তারাও চাইবে দুই পয়েন্ট নিয়ে সেমির রাস্তাটা পরিষ্কার করে নিতে।
আরো পড়ুন: বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা
অস্ট্রেলিয়া একাদশ
ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, নাভিন-উল হক।
এসকে/