রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

আইপিএল ইতিহাসে রেকর্ড দামে কামিন্স

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের পরেই বেজে ওঠেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দামামা। আর তাকে অন্য এক মাত্রা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন ২০২৪ আসরকে সামনে রেখে আজ দুবাইয়ে হচ্ছে নিলাম। আর সেই নিলামে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ট্রাভিস হেডকে দলে নিতে দলগুলো যে একে অপরের সঙ্গে পাল্লা দিবে তা অনেকটা অনুমিতই ছিল। এদিকে হেডের পর আরেক অজি ক্রিকেটার প্যাট কামিন্সকে নিয়েও রীতিমত যুদ্ধে নেমেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো যার কারণে আইপিএল ইতিহাসে সবথেকে দামী ক্রিকেটারে পরিণত হয়েছেন কামিন্স।

মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) নিলামে কামিন্সকে দলে নিতে কাড়াকাড়িতে মেতেছিল চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে হায়দ্রাবাদেরই। 

দিনের শুরুতে ট্রাভিস হেডকে দলে ভেড়ানোর পর কামিন্সকেও দলে নিয়েছে হায়দ্রাবাদ। এর জন্য গুনতে হয়েছে রেকর্ড সাড়ে বিশ কোটি রুপি অর্থ। গত মৌসুমে এ টুর্নামেন্টের সবথেকে দামি ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। তার দাম ওঠেছিল সাড়ে আঠারো কোটি রুপি। তবে এবার সে রেকর্ড ভেঙেছেন অজি অধিনায়ক। 

আরো পড়ুন: এশিয়া কাপ জয় বাংলাদেশের যুবাদের

অবশ্য কামিন্সের এমন দাম ওঠার পেছনেও আছে যথেষ্ট কারণ। এ বছর তার অধীনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শিরোপা জিতে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজেও আসে জয়। আর কদিন আগে তার অধিনায়কত্বেই ভারতের মাটিতে ভারতকে হারিয়ে নিজেদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতে অজিরা। আর তাই অজি তারকাকে দলে নিতে এমন যুদ্ধে নামে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে শেষ হাসি হেসেছে হায়দ্রাবাদই। 

এসকে/ 

বিশ্বকাপ অস্ট্রেলিয়া আইপিএল কামিন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250