ছবি: সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের পরেই বেজে ওঠেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দামামা। আর তাকে অন্য এক মাত্রা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন ২০২৪ আসরকে সামনে রেখে আজ দুবাইয়ে হচ্ছে নিলাম। আর সেই নিলামে বাংলাদেশের মধ্যে একমাত্র ছিলেন মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিলের ১৭তম আসরে টাইগার কাটার মাস্টারকে দলে টেনেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
আইপিএলের সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে এবারের আসরের নিলামের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি।
মুস্তাফিজের সঙ্গে নিলামে উঠার কথা ছিল আরো দুই বাংলাদেশি তারকার। তবে শেষ দিকে বিসিবি পুরো আসরের অনুমতি না দেওয়ায় নিলামে নাম উঠে নি তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের।
আরো পড়ুন: কামিন্সকেও টপকে আইপিএলে বাজি মারলো স্টার্ক
২ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
এসকে/
খবরটি শেয়ার করুন