প্রতীকী ছবি
সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর তথ্য অনুযায়ী গত আগস্ট মাসে দেশের পুঁজিবাজারে ৪ হাজার ৫৯৬টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।
বর্তমানে দেশের পুঁজিবাজারে নারী ও পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৬২১ টি। গত ৩১ জুলাই পর্যন্ত এ সংখ্যা ছিল ১৭ লাখ ৪৩ হাজার ২৫টি। যার মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও সংখ্যা ছিল ১৩ লাখ ৪ হাজার ৩৭২ টি, নারী বিনিয়োগকারীদের বিও সংখ্যা ছিল ৪ লাখ ২২ হাজার ৩০১ টি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিও সংখ্যা ছিল ১৬ হাজার ৩৫২টি ।
গত ৫ সেপ্টেম্বর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও সংখ্যা ৪৫৯৬টি বেড়ে ১৭ লাখ ৪৭ হাজার ৬২১ টিতে দাঁড়ায়। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীর বিও সংখ্যা ১৩ লাখ ৭ হাজার ৯০১ টি, নারী বিনিয়োগকারীর বিও হিসাব ৪ লাখ ২৩ হাজার ২৫২টি এবং ১৬ হাজার ৪৬৮ টি হচ্ছে প্রাতিষ্ঠানিক বিও হিসাব।
এম.এস.এইচ/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন