শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বিশ্বকাপেও সাকিব-মুশফিককে দলে চান হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

একাধিকবার গণমাধ্যমে সাকিব আল হাসান বলেছেন—২০২৩ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। অনেকের ধারণা, সাকিবের কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করা মুশফিকুর রহিমেরও শেষ বিশ্বকাপ এটা। তবে চন্ডিকা হাথুরুসিংহে দিলেন ভিন্ন মত। বাংলাদেশ প্রধান কোচ হাথুরুসিংহে মনে করেন, ফিটনেস আর ফর্ম বিবেচনায় আরো একটি বিশ্বকাপ খেলবেন সাকিব-মুশফিক।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, তাদের জার্নিটা দারুণ ছিল। একজন ক্রিকেটারের জন্য চারটি বিশ্বকাপ খেলাটা বিশেষ কিছু। সত্যি বলতে আমি জানি না তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কিনা।

তিনি আরো বলেন, তারা এখনও দারুণ ফিট, এখনও পারফর্ম করছে। এই সিদ্ধান্ত নেয়াটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি এমন মন্তব্য করতে পারব না যে এটা তাদের শেষ বিশ্বকাপ। মুশফিক এবং সাকিব পাঁচটি বিশ্বকাপ খেলেছে।

তিনি বলেন, যারা ক্রিকেট খেলা শুরু করেছে এবং এটি নিয়ে স্বপ্ন দেখেছে তাদের জন্য পাঁচটি বিশ্বকাপ খেলা দারুণ ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটের অল্প সময়ের জার্নিতে সেরা ক্রিকেটার হিসেবে তাদেরকে পেয়েছে। তারা যদি ছেড়ে দিতে চায় তাহলে আমি বলতে পারি এটা বাংলাদেশের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে।

এসময় পুনেতে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে টাইমড আউট নিয়ে বলেন, এ নিয়ে বিতর্ক খুব শিগগিরই থামবে বলে মনে হয় না। আমি মনে করি টাইমড আউটের সিদ্ধান্ত নেওয়ার ভার আম্পায়ারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এই আউট ক্রিকেটের আইনের মধ্যেই আছে। আমি চাই এ সিদ্ধান্তটা আম্পায়ারের দিক থেকেই আসুক। তারাই ঘোষণা করুক, কোনো ব্যাটসম্যান টাইমড আউট হয়েছেন কি না!

হাথুরুর মনোযোগ এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরেই। তিনি বলেন, অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হারটা আমাদের সম্ভাবনা তৈরি করেছে। তবে আমি বিষয়টা নিয়ে ভাবছি না। আমি ভাবছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে। অস্ট্রেলিয়াকে হারাতে হলে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। এখন আমাদের সব মনোযোগ সেদিকেই।

এসকে/ 

বাংলাদেশ ক্রিকেট দল চন্ডিকা হাথুরুসিংহে সাকিব-মুশফিক ২০২৭ বিশ্বকাপ

খবরটি শেয়ার করুন