রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে *** রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৩ই নভেম্বর থেকে *** স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক *** অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল *** শেখ হাসিনার বিচার চান, ’৭১-এর বিচার চান না কেন: জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ *** সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ *** তারেক রহমানের উদ্দেশে ইসি সচিব—‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ *** নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা *** বারবার ব্যর্থ, অবশেষে স্বামী-স্ত্রী সেজে মাদক কারবারীকে ধরল পুলিশ *** বিবিসি ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আগের রাতে ভোট পড়েছে বলার সুযোগ পাবে না: ইসি আলমগীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগের রাতে ভোট পড়েছে এমন কথা বলার কেউ সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, এ ধরনের অপবাদের সুযোগ যেন না থাকে সেজন্য আমরা সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে।

মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

ইসি মো. আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে যে কয়েকটি স্থানে ব্যালটে ভোট হয়েছে, সব জায়গায় এভাবেই নির্বাচন করেছে।

তিনি আরো বলেন, আশা করি ভোটার উপস্থিতি ভালো থাকবে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশে নির্বাচনের পরিবেশ খুব ভালো আছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

আরো পড়ুন: প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

মন্ত্রী ও এমপিদের প্রভাব প্রসঙ্গে আলমগীর বলেন, মাঠ সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। কেউ যেন কাউকে বাধা না দেয়। ১৮ ডিসেম্বর থেকে উৎসব শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে ছে। ভোটারদের মাঝে আমেজ আসতে কিছুটা সময় লাগবে।

তিনি আরো বলেন, নির্বাচনে কারা এজেন্ট হবেন, সেই তালিকা আগে থেকে দিতে হবে। কোনো এজেন্টকে বের করে দেওয়া যাবে না। এজেন্টদের সই ছাড়া কোন ফল ঘোষণা করা যাবে না। কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট যেন থাকে, তা নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা ও নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এসকে/ 

নির্বাচন ইসি আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250