প্রতীকি ছবি
ঢাকায় গতকাল বৃষ্টির আভাস ছিল সকাল থেকেই। মেঘে ঢেকে ছিল আকাশ। সাথে ছিল বাতাস। থেমে থেমে দিনভর বৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেড়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আর.এইচ/আই. কে. জে/