ছবি: সংগৃহীত
নগরবাউল জেমস গত চাঁদরাতে ‘আই লাভ ইউ’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন। দীর্ঘদিনপর জেমসের একটি গানে শ্রোতাভক্তদের মন ভরেনি। তাই আবারও এবারের চাঁদরাতে এলেন তিনি নতুন গান নিয়ে।
এবারের গানটির শিরোনাম ‘ভুল সবই ভুল’। গানটি নিয়ে জেমস মাইক্রোফোনের সামনে শুরুতেই বলে উঠলেন, ‘তোমরাই আমার মনের মানুষ, গানের মানুষ।’
এরপর জেমস বলেন, ‘আমার নিমন্ত্রণে আপনারা এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা জানাই, এবার ঈদের চাঁদরাতে নতুন একটা গান মুক্তি পাবে। গানটি প্রযোজনা করেছেন বসুন্ধরা ডিজিটাল। আমি তাঁদের পূর্ণ স্বাধীনতা জানাই,গানটি করতে তারা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ভক্তদের মতো আপনাদের সঙ্গেও আমার আজন্মের একটা টান আছে। থাকবে। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।’
জেমস বরাবরই আসিফ ইকবাল, লতিফুল ইসলাম শিবলী, আসাদ দেহলভী, মারজুক রাসেল, প্রিন্স মাহমুদের মতো সংগীত জগতের মানুষদের সঙ্গে সমন্বিত বিশেষ করে কবিতাধর্মী গান করতে ভালোবাসতেন। এমন গান আবার করার ইচ্ছা আছে কি না, কিংবা করবেন না- এমন প্রশ্নের উত্তরে জেমস জানালেন, এখন ভবিষ্যতের কথা তিনি জানেন না। বললেন, ‘জানি না ভবিষ্যতে কী হবে; হতেও পারে। কী হবে সামনে তা তো বলা যায় না।’
এম/
আরো পড়ুন
খবরটি শেয়ার করুন