শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

আবারও নতুন আইটেম গানে কোমর দোলালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফির সিনেমা ‘সুড়ঙ্গ’তে আইটেম গানে নেচে ঝড় তুলেছিলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ শিরোনামে গানে কোমর দোলাতে দেখা যায় তাকে। 

সুড়ঙ্গ’র পর আবারও নতুন আইটেম গানে দেখা মিলবে এই নায়িকার। ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এতে আইটেম গানে পারফর্ম করবেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

‘মেনকা’ শিরোনামে আইটেম গানটির একটি পোস্টার ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নুসরাতের সঙ্গে দেখা যায় গৌরব চক্রবর্তীকে। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে পোস্টারটি। আর ক্যাপশনে লেখা হয়েছে— ‘ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।’

আরো পড়ুন: নতুন আঙ্গিকে শুরু হছে ‘কৌন বনেগা ক্রোড়পতি'

এদিকে গানটির টিজার ফেসবুকে শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘খেলা হবে মেনকার সাথে।’ এ নায়িকা বলেন, ‘‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শকরা। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ৪ আগস্ট গানটি প্রকাশ হবে। ‘মেনকা’ গানটিতে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে– এমনটাই আমার প্রত্যাশা।’’

গোবরডাঙার সুটিয়া গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে নিয়ে কিছু সত্যি এবং কিছু কাল্পনিক ঘটনার মিশেলে ২০১৩ সালে রাজ চক্রবর্তী নির্মাণ করেন ‘প্রলয়’।

গল্পে প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল তা হলো, নির্বিচারে নারী ধর্ষণ। এবার তিনি দর্শকের জন্য নিয়ে এলেন ‘আবার প্রলয়’। 

ফারিয়া ছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করেছেন— সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখার্জি, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল প্রমুখ। আগামী ১১ আগস্ট থেকে জি-ফাইভে দেখা যাবে সিরিজটি।

এসি/ আইকেজে 


নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250