শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

আবারো নতুন নিয়ম ভারতের চাল রপ্তানিতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

চাল রপ্তানি সীমিত করতে একের পর এক ব্যবস্থা নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২৫ আগস্ট সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি। অভ্যন্তরীণ মজুত ধরে রাখা ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। খবর রয়টার্সের। 

এরই ধারাবাহিকতায় বাসমতী চাল রপ্তানিতেও টনপ্রতি ন্যূনতম মূল্য বেঁধে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এতে করে ভারতের ব্যবসায়ীদের বাসমতী চাল রপ্তানি করতে হবে টনপ্রতি কমপক্ষে ১ হাজার ২০০ ডলার দরে।  

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সামনে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন, তার আগে স্থানীয় বাজারে চালের দাম যেন না বাড়ে, তা নিশ্চিত করতেই বিজেপি সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। 

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, বাসমতী চালের চালানের মূল্য টনপ্রতি ১ হাজার ২০০ ডলারের নিচে হলে তা স্থগিত করে অ্যাগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির (এপিইডিএ) কাছে পাঠাতে পারে, যাদের হাতে বাসমতী চালের রপ্তানি নিয়ন্ত্রণ।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের তথ্যানুসারে, ভারতে চালের দাম গত এক বছরে ১১ শতাংশ বেড়েছে, আর এক মাসে বেড়েছে ৩ শতাংশ। এ অবস্থায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ভারতের কেন্দ্রীয় সরকার রপ্তানি নীতিতে এ পরিবর্তন আনছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ভারতের কেন্দ্রীয় সরকার বাসমতী ছাড়া অন্যান্য সাদা চালের রপ্তানি আগেই নিষিদ্ধ করেছিল। চাল রপ্তানিতে শীর্ষে থাকা ভারত এমন সময় এই সিদ্ধান্ত নিলো যখন বিশ্বে চালের দাম ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর ফলে বিশ্ব বাজারে চালের দাম আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সামনে ভারতের উৎসবের মৌসুম। বিশেষজ্ঞদের মতে, এ সময় দ্রুত খাদ্যপণ্যের দাম না কমানো গেলে মানুষের ক্ষোভ বাড়তে পারে। তাই ১৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দামের বোঝা কমানোর আশ্বাস দিয়েছেন।

এ অবস্থায় ভারতের অর্থ মন্ত্রণালয় সেদ্ধ চালে ২০ শতাংশ রপ্তানি শুল্ক বসানোর বিজ্ঞপ্তি জারি করে, যার মেয়াদ ১৬ অক্টোবর পর্যন্ত। এতে তখন বাসমতী বাদে বাকি সব ধরনের চাল রপ্তানি সীমিত হয়েছে।

এর আগে গত ২১ জুলাই বাসমতী সাদা চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। 

এছাড়া সম্প্রতি আরও কিছু পণ্য রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এক সপ্তাহ আগে ভারত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে।

এসকে/ 

ভারত চাল রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250