শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

ফেডারেশন কাপ ফুটবল

আবাহনী-মোহামেডান স্বপ্নের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে আবাহনী - ছবি: আবাহনী লিমিটেড ফেসবুক

সম্ভাবনাটা তৈরি হয়েছিল প্রথম সেমি-ফাইনালে মোহামেডানের জয়ের দিনই। কারণ অপর সেমিতে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিদ্বন্দ্বী ছিল আবাহনী লিমিটেড। স্বপ্নের এ ফাইনালকে পূর্ণ করতে এদিন শেখ রাসেলকে গুঁড়িয়ে দিয়েছে আবাহনী। তাতে ১২ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দলদুটি।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। গত সপ্তাহে প্রথম সেমিফাইনালে ফেভারিট বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়েছিল মোহামেডান।

এর আগে এই দুই দল শেষবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৯ সালে। অর্থাৎ ১৪ বছর আগে। সেবার শেষ হাসি হেসেছিল মোহামেডান। তবে কোনো টুর্নামেন্টের ফাইনালে দুই দলের শেষ লড়াইটি হয়েছিল ২০১১ সালে। সুপার কাপের ম্যাচে সেবার জয়ী হয়েছিল আবাহনী।

আরো পড়ুন: ম্যানচেস্টার সিটি নাকি রিয়াল মাদ্রিদ, ফাইনালের টিকিট কাটবে কে?

এদিন আবাহনীর জয়ে জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। অপর গোলটি দানিয়েল কলিনড্রেসের। ৩৪তম মিনিটে রেজাউল করিমের থ্রু বল ধরে দারুণ এক কোণাকোণি শটে দলকে এগিয়ে দেন কলিনড্রেস। বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ান ফাহিম। রাফায়েল অগাস্টোর স্কোয়ার পাসে থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭১তম মিনিটে ব্যবধান ৩-০ করেন এই তরুণ বাংলাদেশি ফরোয়ার্ড।

আগামী ৩০ মে কুমিল্লায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। এর আগে ২৩ মে গোপালগঞ্জে তৃতীয় পজিশনের ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ও বসুন্ধরা কিংস।

এম/

 

আবাহনী মোহামেডান ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250