মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যারা শুল্ক কমানোর অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে: ট্রাম্প *** সিলেটসহ বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ *** দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ *** রাষ্ট্রপতি পদক পেলেন পুলিশ সদস্য রিয়াদ *** স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের *** ভারতের রাষ্ট্রপতির সম্মতি, ওয়াক্‌ফ বিল আইনে পরিণত *** ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে ক্রিকেটাররা *** পাল্টা শুল্ক স্থগিতের অনুরোধ করে ট্রাম্পকে চিঠি প্রধান উপদেষ্টার *** প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ পর্বতের চূড়ায় বাবর আলী *** ‘ইন্ডিয়ান আইডল’ কলকাতার মানসী ঘোষ

ফেডারেশন কাপ ফুটবল

আবাহনী-মোহামেডান স্বপ্নের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে আবাহনী - ছবি: আবাহনী লিমিটেড ফেসবুক

সম্ভাবনাটা তৈরি হয়েছিল প্রথম সেমি-ফাইনালে মোহামেডানের জয়ের দিনই। কারণ অপর সেমিতে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিদ্বন্দ্বী ছিল আবাহনী লিমিটেড। স্বপ্নের এ ফাইনালকে পূর্ণ করতে এদিন শেখ রাসেলকে গুঁড়িয়ে দিয়েছে আবাহনী। তাতে ১২ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দলদুটি।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। গত সপ্তাহে প্রথম সেমিফাইনালে ফেভারিট বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়েছিল মোহামেডান।

এর আগে এই দুই দল শেষবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৯ সালে। অর্থাৎ ১৪ বছর আগে। সেবার শেষ হাসি হেসেছিল মোহামেডান। তবে কোনো টুর্নামেন্টের ফাইনালে দুই দলের শেষ লড়াইটি হয়েছিল ২০১১ সালে। সুপার কাপের ম্যাচে সেবার জয়ী হয়েছিল আবাহনী।

আরো পড়ুন: ম্যানচেস্টার সিটি নাকি রিয়াল মাদ্রিদ, ফাইনালের টিকিট কাটবে কে?

এদিন আবাহনীর জয়ে জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। অপর গোলটি দানিয়েল কলিনড্রেসের। ৩৪তম মিনিটে রেজাউল করিমের থ্রু বল ধরে দারুণ এক কোণাকোণি শটে দলকে এগিয়ে দেন কলিনড্রেস। বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ান ফাহিম। রাফায়েল অগাস্টোর স্কোয়ার পাসে থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭১তম মিনিটে ব্যবধান ৩-০ করেন এই তরুণ বাংলাদেশি ফরোয়ার্ড।

আগামী ৩০ মে কুমিল্লায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। এর আগে ২৩ মে গোপালগঞ্জে তৃতীয় পজিশনের ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ও বসুন্ধরা কিংস।

এম/

 

আবাহনী মোহামেডান ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন