রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

আমাকে সবাই হিংসা করে : সন্দীপ্তা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলা সিরিয়াল জগতে অতি পরিচিত মুখ সন্দীপ্তা সেন। প্রায় এক দশকের বেশি সময় সিরিয়াল জগতে পার করেছেন তিনি। যদিও বর্তমানে বিরতি নিয়েছেন ছোটপর্দা থেকে। আপাতত টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। তিনি কাঁপাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে একগুচ্ছ কথা জানালেন অভিনেত্রী। সমালোচনার বিরুদ্ধে হলেন সোচ্চার। আবার কবে সিরিয়ালে দেখা পাওয়া যাবে সন্দীপ্তার? প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘সিরিয়াল আমি ছাড়ছি না। তবে নিজেকে একটু অন্যভাবে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।’

আরো পড়ুন: ক্যাটরিনাকে ভয় পান, স্বীকার করলেন ভিকি

বর্তমানে ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মন জিতে নিচ্ছেন সন্দীপ্তা। ঠিক কেমন লাগছে এই কাজ? আদৌ কি পছন্দের চরিত্রে অভিনয় করতে পারছেন তিনি? জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমার কাজ নিয়ে আমি ভীষণ খুশি। ওয়েব সিরিজে যে সমস্ত চরিত্রগুলোতে আমি অভিনয় করছি সেগুলো দর্শকের ভীষণ ভালো লেগেছে। আর এটা থেকেই বোঝা যায় যে, আমি ভুল চরিত্র নির্বাচন করিনি।’ 


অভিনেত্রীর সংযোজন, “আমার অতীতের একটা কথা ভীষণ মনে পড়ে। ‘দুর্গা’ সিরিয়ালের হাত ধরে যখন আমি কাজ শুরু করি তখন অনেকেই বলেছিলেন দ্বিতীয় কাজ পাওয়াটা আমার জন্য খুব কঠিন হবে। যদিও বাস্তবে মোটেই সেটা হয়নি। এই ধারাবাহিক শেষ হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই সম্প্রচারিত হয় ‘টাপুর টুপুর’ সিরিয়ালের প্রমো। আমি খুশি যে সিরিয়ালপ্রেমীদের সেটি ভীষণ পছন্দ হয়েছিল। আর তাই এসব কথা আমি মানি না।”

সমালোচকদের জবাব দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমি স্টার জলসার পর্দায় একগুচ্ছ ধারাবাহিক করেছিলাম তখন অনেকেই বলেছিলেন এই চ্যানেলে নাকি আমি শেয়ার দিচ্ছি। আমার কথা মতোই নাকি অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচন করা হয়। যদিও আমি সে সবে খুব একটা বেশি পাত্তা দেইনি। আর এখন আমার ওয়েব সিরিজ নিয়ে সমালোচনা চলছে। আসলে আমি মনে করি যারা আমাকে দেখে হিংসা করে তারাই এই সমস্ত সমালোচনা করে। তবে আমি খুশি। আমি চাই আমাকে আরও অনেকেই হিংসা করুক। তাহলে বুঝতে পারব যে আমি সঠিক পথে আছি।’

এসি/আই. কে. জে/

সন্দীপ্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন