সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফানুস উৎসবে বর্ণিল চট্টগ্রামের আকাশ *** এখন থেকে যেকোনো ভিসা নিয়ে ওমরাহ পালন করা যাবে: সৌদি আরব *** মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ই ডিসেম্বর *** বুলবুলই ফের বিসিবির সভাপতি, সহসভাপতি পদে চমক *** ইতিহাস গড়ে সোনার ভরি দুই লাখের ওপরে *** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান

ঢালিউড

আমি তো এই দিনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না: পরীমনি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

মায়ের সঙ্গে রাজ্য - ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। গতকাল রাজ্যকে নিয়ে দুঃসংবাদ শোনালেন তিনি। জ্বরে আক্রান্ত পরীর ১১ মাসের ছেলে রাজ্য। হাতে ক্যানোলা পরানো হয়েছে ছোট শিশুকে। মায়ের মন কাঁদলেও শক্ত থাকতে হবে, আর তাই একলাই ছেলেকে বুকে নিয়ে পাড়ি দিতে হবে কঠিন সময়।

শুক্রবার (১৪ জুলাই) রাত পৌনে ১২টায় ফেসবুকে রাজ্যের হাতে ক্যানোলা পড়ানো একটি ছবিসহ আবেগি পোস্ট লিখে সেই কথাই জানিয়ে দিলেন পরীমনি।


ছেলে রাজ্যকে নিয়ে পরীমনি। ছবি: সংগৃহীত

পোস্টে পরীমনি লিখেছেন, 'আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেওয়ার দিন আমি ভয়ে, কষ্টে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লাগছিল আমার। আজ তোমার হাতে ক্যানোলা পরানো হলো তোমার ব্লাড টেস্টের জন্য। আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই। সামনের এমন আরও কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবেলা করবো বলে। আমি জানি তুমি আমার অনেক স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে এমন করে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কী। আমি তোমার আম্মাও, আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না।'

এর আগে গতরাতে থার্মোমিটারে রাজ্যের জ্বর মেপে পরী জানিয়েছিলেন ১০৩ ডিগ্রী জ্বর উঠেছে। ফেসবুক স্টোরিতে সেই ছবি প্রকাশ করে নায়িকা লিখেছেন, বাচ্চার এমন জ্বর এই প্রথম হলো।

১০ জুলাই ১১ মাস বয়স পূর্ণ করে ১২ মাসে পা রেখেছে রাজ্য। দিনটি উদযাপনও করেছেন পরীমনি। এসবের মধ্যেই জ্বরে আক্রান্ত হলো ছেলে। স্বাভাবিকভাবেই খুব চিন্তিত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। কারণ অভিনয়ের বাইরে এখন রাজ্যকে ঘিরেই থাকে পরীর সব ব্যস্ততা, সব আয়োজন।

আরো পড়ুন:পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া!

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। এর পর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় এই জুটির। বর্তমানে আলাদা থাকছেন তারা।

এম/


পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250