শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী আবির হোসাইনকে হত্যার ঘটনায় রবিনসন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত আরেকজনকে খোঁজা হচ্ছে। হত্যার প্রায় তিন ঘণ্টা পর,পুলিশ দুই সন্দেহভাজনের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ বলছে, হত্যাকারীরা আবির হোসাইনকে গুলি করার পর দোকান থেকে শুধু সিগারেট চুরি করে অন্য কোন জিনিসপত্র বা নগদ চুরি হয়নি। আমেরিকায় এক বাঙালি ছাত্রকে গুলি করে হত্যা করা হয় শুক্রবার (২৯শে ডিসেম্বর)। নিহত শেখ আবির হোসাইন (৩৪) টেক্সাসের লাহাম ইউনিভার্সিটিতে পিএইচ.ডি. গবেষক ছিলেন। 

জানা গেছে, আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টে নিহত হন। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে।

আমেরিকা যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন।

সূত্র: বিবিসি

এইচআ/ আই.কে.জে/

আমেরিকা গ্রেপ্তার হত্যা বাংলাদেশি শিক্ষার্থী

খবরটি শেয়ার করুন