সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকায় রাজনৈতিক আশ্রয় পেলেন সাংবাদিক জামাল খাশুগজির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশুগজির স্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে আমেরিকা। 

প্রায় সাড়ে তিন বছরের দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যাওয়ার পর খাশুগজির স্ত্রী হানান এলাতরকে এই সুবিধা দিল আমেরিকা। জীবন নিয়ে শঙ্কায় থাকা এলাতর ২০২০ সালের আগস্ট মাসে  দেশটিতে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন।

গত ২৮ই নভেম্বর আমেরিকা তাকে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক আশ্রয় দিয়েছে। 

আশ্রয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর উদ্বেলিত হানান এলাতর বলেন, “আমরা জয়ী হয়েছি। হ্যাঁ তারা (খুনিরা) জামালের প্রাণ কেড়ে নিয়েছে এবং আমার জীবন ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমরা জিতে গেছি।”

হানান এলাতর আমেরিকায়  রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার পর তিন বছরেরও বেশি সময় হয়ে গেছে।

জন্মস্থান মিশর কিংবা ২৫ বছর ধরে বসবাস করে আসা সৌদি আরবে  ফিরে গেলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন এলাতর।

আরো পড়ুন: অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেবে কানাডা
চাকরি এবং নিজের স্বাভাবিক জীবন ছেড়ে কয়েক মাস ধরে আমেরিকার ম্যারিল্যান্ডে সেই ভয় নিয়েই বসবাস করছিলেন এমিরেটসের সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট এলাতার।

এরপর তিনি ২০২১ সালে সেখানে কাজের অনুমতি পান বলে জানিয়েছেন তার আইনজীবী র‌্যান্ডা ফাহমি।

এলাতরের এখন একটি চাকরি এবং অ্যাপার্টমেন্ট রয়েছে।

দীর্ঘ সময় লাগলেও তার ‘দরজা খুলে দেওয়ায়’ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এলাতারের ভাষ্য তিনি ‘ভয় বোধ থেকে মুক্তি পেয়েছেন’।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশুগজিকে হত্যা করে তার লাশ গুম করা হয়। 

সূত্র: বিবিসি

এইচআ/ আই.কে.জে


আমেরিকা রাজনৈতিক আশ্রয় জামাল খাশুগজি হানান এলাতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন