শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবারের নববর্ষের শোভাযাত্রায় তরমুজের মোটিফ থাকছে যে কারণে *** ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে পরিবর্তন *** আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বলছেন এক এগারোর সরকারের দাপুটে উপদেষ্টা *** ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে অর্থনীতিতে প্রভাব পড়বে কী না, যা বলছেন অর্থনীতিবিদ *** মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল *** বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো *** 'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন' *** বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে যা বলছেন ভারতীয় সাংবাদিক *** আজ রাতে ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস *** অলিম্পিকে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

আরব আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আল খাইমাহতে কর্মরত এক বাংলাদেশি গাড়িচালক লটারিতে প্রায় তিন কোটি টাকা জিতেছেন।

আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। বাংলাদেশি অর্থে যা ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা।

৫৬ বছর বয়সী মোহাম্মদ আমিরাতে একজন ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। এক বছরের মধ্যেই কপাল খুলে গেছে তার। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেছেন কোটিপতি।

লটারিতে ৩ কোটি টাকা জেতার পর মোহাম্মদ বলেছেন, ‘আমরা ১৯ জনের একটি দল। গত এক বছর ধরে আমরা প্রতি মাসে লটারির টিকিটি কিনছি। এটি নিয়ে তৃতীয়বারের মতো আমার নামে টিকিটি কিনেছিলাম। আমরা বিশেষ অফারে— দুটি কিনলে দুটি ফ্রিতে— চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটি টিকেট সিলেক্ট করেছিলাম। আর আমার বন্ধু দুটি টিকেট সিলেক্ট করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমি বেছে নিয়েছিলাম। আমাদের এই জয়ের জন্য আমি অনেক খুশি।’

এই অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্ন করা হয় মোহাম্মদের কাছে। জবাবে তিনি বলেন, ‘আমি এখনো জানি না। আমি আমার পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর আমার নগদ অর্থ দিয়ে, বাংলাদেশে আমার সন্তানদের জন্য হয়ত একটি নতুন বাড়ি কিনব।’

সূত্র: গালফ নিউজ

ওআ/

বাংলাদেশি লটারি কোটি টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন