সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বদলালেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার দীর্ঘদিনের হাহাকার ঘোচানোর নেপথ্য কারিগর লিওনেল স্কালোনি। তরুণ এই কোচের হাত ধরেই ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা এবং ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর থেকেই ফুটবল জগতে নতুন করে এক আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে ডালপালা মেলছে জল্পনা-কল্পনা আর নানা রকমের গুঞ্জণ। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মারাকানার ম্যাচটি সমর্থকদের দাঙ্গা এবং পুলিশের লাঠিপেটার কারণেই বিতর্ক সৃষ্টি করেছিল। পরে খেলা মাঠে গড়ালে ম্যাচটি জিতে নেয় আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ শেষে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতই আসে লিওনেল মেসিদের কোচ লিওনেল স্কালোনির পদত্যাগের ইঙ্গিত। এরই মাঝে চড়া হয় রিয়াল মাদ্রিদে যাচ্ছেন আর্জেন্টাইন এই কোচ। 

এসবের মাঝে আলবিসেলেস্তেদের স্বস্তি খবর, সিদ্ধান্ত থেকে সরে এসেছেন স্কালোনি। আর্জেন্টিনার পক্ষ থেকে কোপার ড্র-তে প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন তিনি। দেশটির স্পোর্টস সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাতে এ তথ্য জানা গেছে। অবশ্য দীর্ঘদিন পর গণমাধ্যমে কথা বলেছেন স্কালোনি নিজেও। বোবো টিভিতে সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান ভেরিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। অনেক অজানা কথা খুলে বলেছেন সেখানে।

কাতার বিশ্বকাপের সময়ে তীব্র মানসিক চাপ ও ক্লান্তির মধ্যে দিয়ে পার করতে হয়েছে। তার ফলস্বরূপ শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটে। স্কালোনি জানান, বিশ্বকাপ শেষে ‘হার্পিস’ রোগে আক্রান্ত হন তিনি। আলসারের মতো পেটের একটি অসুখ এটি। জাতীয় দলের দায়িত্ব নেয়া কী পরিমাণ চ্যালেঞ্জিং তা প্রথম ছয় ম্যাচের পরেই টের পেয়েছিলেন তিনি। 

আরো পড়ুন: উত্তাপ ছড়ানো ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয়

স্কালোনি বলেন, জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে আপনার যা আছে সবকিছু দিয়ে খেলতে হয়, সম্পূর্ণ হৃদয় দিয়ে। জাতীয় দলে আসা এমন একটা আনন্দদায়ী পরিস্থিতি যা ক্লাব পর্যায়ের চাইতে সম্পূর্ণ আলাদা আবহের।

এ সময় লিওনেল মেসির প্রশংসা করেন তিনি বলেন, বিশ্বকাপ একজন খেলোয়াড়ের জন্য সবচাইতে আকর্ষণের বিষয়। মেসি তার পুরোটা হৃদয় দিয়ে খেলেছিল। সে পুরো অপ্রতিরোধ্য ছিল।

মেসিকে কাছ থেকে খেলতে দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব না বলে মনে করেন স্কালোনি। আর্জেন্টিনা দলে মেসির ভবিষ্যত নিয়ে তিনি বলেন, মেসি দেখিয়েছে ফুটবলে সীমা বলতে কিছু নেই। মাঠের খেলা দারুণ উপভোগ করছে সে। আমিতো বলেই দিয়েছি যতদিন সম্ভব সে খেলাটা চালিয়ে যাক। তবে এটা নির্ভর করবে ওর সিদ্ধান্তের ওপর।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

এসকে/ 

লিওনেল মেসি আর্জেন্টিনা লিওনেল স্কালোনি

খবরটি শেয়ার করুন