সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আর্থ্রাইটিসের ব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৩

#

প্রতীকী ছবি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে দেখা দেয় নানা রোগব্যাধি, যার মধ্যে অন্যতম আর্থরাইটিস। বাড়ির মা, চাচিদের লক্ষ করলে দেখা যাবে, হাঁটুর ব্যথায় উঠতে, বসতে কষ্ট পাচ্ছেন তারা। সমীক্ষা জানাচ্ছে, দেশের প্রায় প্রতিটি পরিবারেই আর্থরাইটিসের রোগী রয়েছেন।

আর্থরাইটিস থেকে সুরক্ষিত থাকতে নিয়ম করে ওষুধ খাওয়া জরুরি। সেই সঙ্গে রোজের জীবনেও আনতে হবে বদল। বাইরের তেল-মশলা খাওয়া একেবারে বন্ধ করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখাও সমান প্রয়োজন। চিকিৎসকদের মতে, আর্থরাইটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে শরীরচর্চা করা দরকার। এগুলি তো রয়েছেই। তবে আর্থরাইটিস থেকে বাঁচতে ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া টোটকার উপর।

>> হলুদ-

হলুদের স্বাস্থ্যগুণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। এর মতো উপকারী জিনিস খুব কমই রয়েছে। হলুদের প্রধান উপকরণ হল কারকিউমিন। এ ছাড়াও হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা প্রদাহ দূর করে। আর্থরাইটিসের সমস্যা থাকলে ভরসা রাখতে পারেন হলুদের উপর।

আরো পড়ুন: ‘কালোমেঘ’ পাতার রসে কমবে হৃদরোগের ঝুঁকি

>> আদা-

হেঁশেলের এই অতিপরিচিত আনাজে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। যা পায়ের প্রতিটি পেশি সচল রাখতে সাহায্য করে। আর্থরাইটিসের ব্যথা নিয়ে যারা ভুগছেন, আদা কিন্তু তাদের উপকারে আসতে পারে।

>> রসুন-

আর্থরাইটিস ধরা পড়লে ওষুধ তো খাবেনই, সেই সঙ্গে ভরসা রাখতে পারেন রসুনের উপর। কারণ, রসুনে রয়েছে সাইটোকাইনস নামক একটি প্রদাহনাশক উপাদান। যা শরীরের ব্যথাবেদনা দূর করতে সাহায্য করে।

এমএইচডি/ আইকেজে 

স্বাস্থ্য আর্থরাইটিস

খবরটি শেয়ার করুন