শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন *** ডাকসু–জাকসু–চাকসুর পর রাকসুতেও শিবিরের জয় *** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা

আয়কর বিল পাসে তাড়াহুড়ো না করতে পরামর্শ ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

সংগৃহীত

আয়কর বিল-২০২৩ পাসে তাড়াহুড়ো না করার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। বলছেন, তড়িঘড়ি করে রাজস্ব-সংশ্লিষ্ট আইন পাস হলে তা কার্যকর করা কঠিন হবে। ভ্যাট আইন-২০১২’র প্রণয়ন ও বাস্তবায়নের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় নেয়ার কথাও বলছেন তারা। 

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উত্থাপন করা হয়েছে আয়কর বিল-২০২৩। এটি যাচাই-বাছাইয়ের জন্য মাত্র ৭ দিন সময় দিয়ে প্রেরণ করা হয়েছে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। ধারণা করা হচ্ছে, এ অধিবেশনেই বিলটি পাস হতে পারে। কার্যকর হতে পারে নতুন অর্থবছরেই।     

বিলটির কয়েকটি ধারা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বলছেন, সামগ্রিকভাবে আয়করে শৃংখলা আনতে নতুন আইনের প্রয়োজন আছে, তবে খসড়া প্রণয়নে যথাসম্ভব সব পক্ষের মতামত থাকা ভালো।

এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, “সর্বশেষ ১৯৮৩ সালের এই বিলটি যদি আপডেট করা প্রয়োজন। দুনিয়া অনেক পাল্টে গেছে। মনে হয়, নতুন করে আয়কর বিলে জনগণের যতটুকু দরকার সেইভাবে উত্থাপন করলেই দেশ এগিয়ে যাবে।”

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, “এটা সংসদে এবং জনমত যাচাই বা স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনার বিশেষ প্রয়োজন রয়েছে। এটা তাড়াহুড়ো করে পাস করলে ফাঁকফোকর থেকে যেতে পারে। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো ঠিকঠাক মতো দেখা দরকার। সবকিছু দেখেই করা উচিত।”

আরো পড়ুন: অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৪ ধাপ উন্নতি বাংলাদেশের

তবে তাড়াহুড়া করে বিলের খসড়া চূড়ান্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বলছেন, বিভিন্ন সময়ে তড়িঘড়ি করে পাস করা আইন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ছিল।

ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, “অবশ্যই নতুন আয়কর আইনের প্রয়োজন অনেক আগে থেকে ছিল। এটার জন্য বহুদিন বহু চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে যে আইনটা প্রয়োগ করবে প্রবর্তন করবে সেই যদি আইনটা তৈরি করে এবং সেটা যদি ভালো করে পরীক্ষা না করে গ্রহণ করে তাহলে দেখা যাবে আইনটা নিয়ে সমস্যা হচ্ছে।”

আব্দুল মাতলুব আহমাদ বলেন, “দুই-চার দিন আলাপ করে রেজার্ল্ট নাও পেতে পারে। যেগুলোতে সম্পূর্ণভাবে ক্লিয়ার না হয় সরকার, সেগুলো বিলে না রাখাই ভালো। হয়তো পরবর্তী বছরে রাখা যাবে।”

ধর্মীয় ও চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া বিদেশ ভ্রমণে ৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকা ব্যক্তিকে ভ্রমণের সময় সার্বিক সম্পদের বিবরণ দেয়া বাধ্যতামূলক করা হয়েছে বিলের খসড়ায়। এসব কারণে প্রশাসনিক জটিলতা ও হয়রানির সুযোগ তৈরি হতে পারে বলছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান।

এসি/আইকেজে 


আয়কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250