ছবি: সংগৃহীত
মার্টিন ম্যাকডোনা পরিচালিত হলিউড চলচ্চিত্র দ্য ভেনশিস অব ইনিশেরিন-এর নৈসর্গিক দ্বীপ ‘ইনিস মোর’–এ থাকলে আপনাকে বিপুল অর্থ দেওয়া হবে—এমন যদি বলা হয় আপনি কি অবাক হবেন? হয়তো হবেন। এটাই তো স্বাভাবিক।
অবাক করা এমন প্রকল্পই হাতে নিয়েছে আয়ারল্যান্ডের সরকার। ইনিস মোরসহ দেশটির পশ্চিমাঞ্চলীয় সমুদ্রতটের ২০টির বেশি অনিন্দ্যসুন্দর দ্বীপের জন্য এ প্রস্তাব দেওয়া হয়েছে। যাঁরা শহুরে ঝঞ্ঝাট ছেড়ে প্রকৃতির কাছে নিরিবিলি গ্রামীণ জীবন যাপন করতে চান, তাঁদের জন্য এই সুযোগ। আনুষঙ্গিক খরচসহ পরিত্যক্ত ঘর-বাড়ি সংস্কার বা নতুন ঘর-বাড়ি নির্মাণের জন্য দেওয়া হবে ৮৪ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।
সরকারি ওয়েবসাইটের তথ্যের বরাতে দ্য নিউজ জানিয়েছে, এই দ্বীপবাসীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে পাঁচ ধাপের উচ্চপর্যায়ের কৌশলগত লক্ষ্য ঠিক হয়েছে, যা বাসিন্দাদের আত্মপরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এই লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে দ্বীপগুলোয় জনসংখ্যা বাড়ানো, দ্বীপের অর্থনীতিতে বৈচিত্র্য আনা, স্বাস্থ্য ও পরিষেবাব্যবস্থার উন্নয়ন, দ্বীপের স্থানীয় বাসিন্দাদের অবস্থার উন্নয়ন, দ্বীপবাসীর সমৃদ্ধি ও টেকসই জীবনমানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
আরো পড়ুন: শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন ব্লিঙ্কেন
এই প্রকল্প দেশটির ভূমি-পরিকল্পনা নীতি ‘২০২৩-২৬ অ্যাকশন প্ল্যান’–এর অনুকরণে নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অধীনে রাষ্ট্রীয় সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাজ করতে হবে। এই পরিকল্পনার মধ্যে বিদ্যমান আবাসনকে দীর্ঘস্থায়ী ব্যবহারের লক্ষ্যে অতিরিক্ত তহবিল জোগানের বিষয়েও বলা হয়েছে।
এই পরিকল্পনার মধ্যে আরও লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল অঞ্চল, বাণিজ্যিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে উচ্চগতির ইন্টারনেটের আওতায় আনা, দ্বীপে বসে অনলাইনে অন্যত্র কাজ ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া এবং ই-স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা।
সূত্র: সিএনএন
এম/