সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৬ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ওলেক্সি রেজনিকভ। ফাইল ছবি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই রেজনিকভ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। 

সোমবার (৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের বিষয়টি জানান দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। ওলেক্সি রেজনিকভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে সেই পদে রুস্তেম উমেরভকে মনোনীত করা হয়েছে। 

উল্লেখ্য রুস্তেম উমেরভ পূর্বে  ইউক্রেনের স্টেট প্রোপার্টি ফান্ড পরিচালনার দায়িত্বে ছিলেন। এদিকে ইউক্রেনের গণমাধ্যমকর্মীরা ধারণা করছেন যে, ওলেক্সি রেজনিকভ লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত হবেন। কারণ ব্রিটেনের সিনিয়র রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

এম.এস.এইচ/ 

ইউক্রেন জেলেনস্কি রেজনিকভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন