সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত *** উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে *** র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরলেন যুবক *** সকল সম্প্রদায়ের উৎসবে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে *** অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা *** ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে *** ৯ গোলের ম্যাচে লিভারপুলের সহজ জয় *** ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক *** রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি : যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ *** আগাম আলু চাষে ভালো লাভ, খুশি লালমনিরহাটের কৃষকরা

ইউটিউব দেখে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা, অতঃপর যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

স্ত্রী বিছানায় কাতরাচ্ছেন প্রসব বেদনায়। কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে ইউটিউব দেখে সন্তান প্রসবের চেষ্টা করলেন স্বামী। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হলো স্ত্রীর।

এ ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলায়। এই ঘটনায় সদ্যোজাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারীর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। 

জানা গেছে, ওই নারীর নাম ভি লগনায়াকি। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। এই ঘটনায় জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

কৃষিতে স্নাতকোত্তর এই দম্পতি আধুনিক চিকিৎসার ওপর বিশ্বাসী ছিলেন না। প্রাকৃতিক নিয়মেই বাড়িতে সন্তান প্রসবের পক্ষপাতী ছিলেন তারা। তাই ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখে বাড়িতে সন্তান প্রসবের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। প্রসবের সময় ওই নারীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছিল। 

পুলিশ জানায়, এর জেরে ভি লগনায়াকি অচেতন হয়ে পড়েন। পরিস্থিতি বিপজ্জনক বুঝে তার স্বামী তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তাকে বাঁচানো যায়নি। 

পারিবারিক সূত্রে জানা গেছে,  ওই নারী এবং তার স্বামী মাদেশ স্বাভাবিক জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। তাই তারা বাড়িতেই সন্তান প্রসবের সিদ্ধান্ত নিয়েছিলেন। জানা যায়, মাদেশ এবং লগনায়াকি ধর্মপুরীতে থাকেন। তারা সন্তান প্রসবের ২০ দিন আগে পার্শ্ববর্তী কৃষ্ণগিরি জেলায় মায়ের বাড়িতে গিয়েছিলেন। 

ধর্মপুরীতে থাকাকালীন এ দম্পতি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসকের কাছে গেলেও পরে তারা চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়া বন্ধ করে দেন। সেখানে তারা জানান যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন। 

কিন্তু, তারপরে ওই নারী ওষুধ খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। তার স্বামী তাকে শুধুমাত্র প্রাকৃতিক ওষুধ ব্যবহার করতে বলেছিলেন। কীভাবে প্রাকৃতিক নিয়মে সন্তান প্রসব করা যায়? তার ইউটিউব ভিডিও বেশ কয়েক দিন ধরেই দেখছিলেন মাদেশ। কিন্তু, প্রসবের সময় সমস্যা তৈরি হয়। ভুল করে ফেলেন মাদেশ। তিনি নাড়ি কাটতে পারেনি। তাতেই জটিলতা তৈরি হয়। 

প্রচণ্ড রক্তক্ষরণের পর ওই নারীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের সদস্যরা লাশ নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করেন। একজন স্বাস্থ্যকর্মী জানানোর পর পুলিশ একটি মামলা দায়ের করেন। 

পোচামপল্লী পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৭৪ (৪) ধারায় মামলা দায়ের করেছে। এদিকে, কৃষ্ণগিরির জেলা স্বাস্থ্য দফতর ঘটনার তদন্ত শুরু করেছে।

ওই নারীর স্বামীকে গ্রেফতার করা হবে বলে পোচমপল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে তামিলনাড়ুতে এমন ঘটনা এই প্রথম নয়। ২০১৮ সালে, ২৮ বছর বয়সী এক নারী তিরুপুরে তার বাড়িতে একটি শিশুর জন্ম দেওয়ার চেষ্টা করার পরে গর্ভাবস্থা সংক্রান্ত জটিলতার কারণে মারা গিয়েছিলেন। ওই দম্পতি আধুনিক চিকিৎসায় বিশ্বাসী ছিলেন না এবং প্রসবের জন্য হাসপাতালে যেতে অস্বীকার করেছিলেন। তারা ইউটিউবে এই সম্পর্কিত ভিডিও দেখার পরে বাড়িতেই সন্তান প্রসবের সিদ্ধান্ত নিয়েছিলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ওআ/


ইউটিউব সন্তান প্রসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন