সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ইন্টার ও এসি মিলানের দ্বৈরথ আজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই ইতালিয়ান ক্লাব এসি মিলান ও ইন্টার মিলান।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ মাঠে গড়িয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির ম্যাচ দিয়ে। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে দুই পরাশক্তির প্রাথমিক দ্বৈরথ শেষ হয়েছে। তবে কোন দলটি ফাইনাল খেলবে, সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ১৭ মে’র দ্বিতীয় লেগের ম্যাচের জন্য। আজ (১০ মে) ইউরোপসেরা হওয়ার মঞ্চে অপর দুই সেমিফাইনালিস্ট দল মাঠে নামছে। দুই ইতালিয়ান ক্লাব ইন্টার ও এসি মিলান মুখোমুখি হবে প্রথম লেগের এই ম্যাচে। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে এ দু'দল।  আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে স্যান সিরোর স্বাগতিক ইন্টার মিলান।  

তবে প্রতিযোগিতাপূর্ণ আসরটির পরিসংখ্যান বরাবরই এসি মিলানের পক্ষে বলছে! এই নিয়ে তৃতীয়বার উয়েফার ক্লাব টুর্নামেন্টে মিলান শহরের দুই ক্লাব পরস্পরের মোকাবিলা করবে। ২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এবং ২০০৪-০৫তে কোয়ার্টারে মুখোমুখি হয়েছিল তারা। দুইবারই জিতেছিল এসি মিলান। তবে ২০০৫ সালের ওই ম্যাচটি ইতিহাসে চিহ্নিত হয়ে আছে ‘লজ্জার ডার্বি’ হিসেবে। প্রথম লেগে মিলানের জয়ের পর দ্বিতীয় লেগে ইন্টারের উন্মত্ত সমর্থকরা মাঠের মধ্যে আতশবাজির বিরামহীন বিস্ফোরণ ঘটাতে থাকেন। যে কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সেই ঘটনার পর ইউরোপীয় কোনো টুর্নামেন্টে আবার দুই ক্লাব মুখোমুখি হচ্ছে। 

তবে ইন্টার বস সিমোনে ইনজাঘি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলেই একে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। আর দশটা লোকাল ডার্বির মতোই নাকি অনুভব করছেন তিনি, ‘আমরা জানি এই ম্যাচটি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে আমি খুব বেশি উত্তেজনা অনুভব করছি না। কারণ, ছেলেরা ভীষণ মনোযোগী। গত ২০ মাসে আমরা সাতটি ডার্বি খেলেছি। এর মধ্যে আমরা জিতেছিও, হেরেছিও। আমরা ওই ম্যাচগুলোর মতোই খেলব। বাড়তি কোনো কিছু করব না।’

সে যাই হোক, দুরন্ত ফর্মে থাকা দুই স্ট্রাইকারের জন্য ফেভারিট হিসেবে মাঠে নামবে ইন্টার। টানা পাঁচ ম্যাচ জিতে আজ নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হচ্ছে ইন্টার। ওই পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে তারা, যেখানে ১০ গোল এসেছে দুই স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ ও রুমেলু লুকাকুর কাছ থেকে।

তাই বলে এসি মিলানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। স্টেফানো পিওলির নেতৃত্বে ১১ বছর পর গত মৌসুমে তারা সিরি ‘এ’ শিরোপা জিতেছে। গত সেপ্টেম্বরে ডার্বিতে ৩-২ গোলে জিতেছিল মিলান। কিন্তু সর্বশেষ দুই ডার্বিতে তারা হেরেছে ইন্টারের কাছে।

আরো পড়ুন: পিএসজি ছাড়ছেন নেইমার!

তবে মিলান স্ট্রাইকার অলিভার জিরুদের মতে উয়েফার টুর্নামেন্ট বলেই ফেভারিট তারা। ৩৬ বছর বয়সী এ ফরাসি তারকা ২০২১ সালে চেলসির হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। গত মৌসুমে মিলানের সিরি ‘এ’ জয়ের অন্যতম কারিগর তিনি। শুধু এই ডার্বিই নয়, মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের অষ্টম শিরোপাও এনে দিতে চান তিনি। জিরুদ বলেন, ‘যে কোনো সময়ের চেয়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত। আবারও এই ট্রফি জয়ের দারুণ সুযোগ। আমার বয়স ৩৭ হতে চলল, কিন্তু এখনও গোলের জন্য একজন তরুণের মতো ক্ষুধার্ত আমি।’

এম/


 

বাংলাদেশ এসি মিলান ইন্টার মিলান।

খবরটি শেয়ার করুন