শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

ইমরানের উপস্থিতিতে শত্রুর প্রয়োজন নেই: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন । মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। এরপর ইমরানকে নিয়ে টুইটারে দীর্ঘ পোস্ট দেন শাহবাজ। সেখানে তিনি উল্লেখ করেন, ইমরান খান যেখানে আছেন সেখানে শত্রুর প্রয়োজন নেই। খবর নিউজ ইন্টারন্যাশনালের।

শাহবাজ শরিফ আরও অভিযোগ করেন, ইমরান সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য ধর্মকে ব্যবহার করেছেন এবং বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এদিকে গতকাল ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেফতার করে রেঞ্জার্স সদস্যরা।

একটি পুরনো মামলায় হাজিরা দিতে আজ ইসলামাবাদের আদালতে গিয়েছিলেন ইমরান। আদালত প্রাঙ্গণে তিনি যখন বায়োমেট্রিক পরীক্ষা দিচ্ছিলেন, তখন রেঞ্জার্সের সদস্যরা দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সাবেক প্রধানমন্ত্রীকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চাওয়া হবে

পরে জানা যায়, ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ হেডকোয়ার্টার্সে রাখা হয়েছে। বুধবার (১০ মে) তাকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে শোনা গেলেও পরে জানানো হয় ইমরানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরেই জিজ্ঞাসাবাদ করা হবে।

এম/


 

শেহবাজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন