বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

উইন্ডোজ ১০ এর সমাপ্তি, এরপর কী হবে?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ১০ এ চলে, তাহলে জেনে রাখুন, এই অপারেটিং সিস্টেমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। অর্থাৎ শেষ হতে যাচ্ছে উইন্ডোজ ১০ এর যুগ। বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরেই আয়ু শেষ হচ্ছে উইন্ডোজ ১০ এর। ১৪ অক্টোবর ২০২৫ সালই উইন্ডোজ ১০ এর মেয়াদ শেষ। বর্তমানে যে উইন্ডোজ ১০ এর ভার্সনটি (২২এইচ২) রয়েছে সেটিই থাকবে শেষ হিসেবে। বাকি সব এডিশন থাকবে সমর্থনের যোগ্য হিসেবে। বর্তমানে যে ‘লং টার্ম সার্ভিসিং চ্যানেল রিলিজ’ হয়, তা হতে থাকবে। ওই নির্দিষ্ট তারিখের পরও চলবে আপডেট গ্রহণ। যাতে সিস্টেম তার নিজস্ব জীবনচক্রকে চালিয়ে যেতে পারে।

>> এরপর কী?

উইন্ডোজ ১০ যদি থেমে যায়, তাহলে পরবর্তী পর্যায়ে কী হতে পারে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। বলা হচ্ছে- ইউজাররা এই পরিস্থিতিতে উইন্ডোজ ১১ এ দিকে যেতে পারেন। এদিকে, উইন্ডোজ ১০ এরপর বাকি অনেক আপডেট হবে বলে জানানো হচ্ছে। তবে যারা উইন্ডোজ ১০ চালিয়ে যেতে চান, তারা তাদের অপারেটিং সিস্টেম আপডেট করুন। ২২এইচ২ এই ভার্সনটি পর্যন্ত আপডেট করতে পারেন। এছাড়া উইন্ডোজ ১০, ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন: নতুন ডিভাইসেই সরাসরি গুগলে লগইন করা যাবে

>> উইন্ডোজ ১১ কী হতে পারে?

বিল গেটসের সংস্থা মাইক্রোসফটের বর্তমান উইন্ডোজটি ২০২১ সালে বাজারে এসেছিল। তারপরের বছরের মে মাসেই সব ডিভাইসের মধ্যে তা ঢুকে যায়। এদিকে, উইন্ডোজ ১১ এ নতুন নকশা তুলে ধরে মাইক্রোসফট। সেখানে নতুন নানান ফিচার দেখা যায়।

খবর-হিন্দুস্তান টাইমস।

এমএইচডি/আইকেজে 

উইন্ডোজ ১০ মাইক্রোসফট অপারেটিং সিস্টেম কম্পিউটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন